মঙ্গলবার রাত থেকে পাহাড়-সহ সমতলে ব্যাপক বৃষ্টিপাত। বৃষ্টির জেরে জলমগ্ন শিলিগুড়ি শহরের একাধিক এলাকা। এরই মধ্যে প্রবল বৃষ্টিতে ধসে যায় একটি বাড়ির গার্ডওয়াল। তাতে মৃত্যু হয় পাশের বাড়ির দুই শিশুর। ঘটনাটি মঙ্গলবার রাতে শিলিগুড়ির ভোরের আলো থানার অন্তর্গত সাহুডাঙ্গির পাঘালুপাড়া এলাকায় ঘটেছে।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে প্রবল বৃষ্টিতে পরিমল মহন্তের প্রতিবেশীর বাড়ির গার্ডওয়াল ধসে যায়। সেখানেই ঘটে বিপত্তি। প্রতিবেশীর বাড়ির গার্ডওয়াল পরিমলের ঘর ভেঙে ঢুকে যায়। গার্ডওয়ালের ভাঙা অংশে চাপা পড়ে মৃত্যু হয় পরিমলের তিন বছরের কন্যা মধুমিতা ও দেড় বছরের পুত্র দেবায়ন মহন্তের। এলাকাবাসীরা তড়িঘড়ি তাদের শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।
আরও পড়ুন:
স্থানীয় তৃণমূল নেতা প্রফুল্ল রায় বলেন, “ঘটনার খবর পেয়ে ছুটে আসি। খুব মর্মান্তিক পরিস্থিতি। আমরা প্রয়োজনীয় সব রকম সহায়তা করে পরিবারের পাশে রয়েছি।”
প্রতিবেশী গোবিন্দ রায় বলেন, “রাতে সবে খাওয়াদাওয়া সেরে শুয়েছি, তখনই এই ঘটনা। বাচ্চা দুটোকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলাম। কিন্তু শেষরক্ষা হল না।”