দার্জিলিং পাহাড়ের সান্দাকফু ঘুরতে গিয়ে সোমবার মৃত্যু হল এক বৃদ্ধার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম অনিন্দিতা গঙ্গোপাধ্যায় (৭২)। তাঁর বাড়ি যাদবপুরে। তিনি আর এক মহিলার সঙ্গে পাহাড়ে ঘুরতে এসেছিলেন। সোমবার ওই মহিলার সঙ্গেই গাড়িতে সান্দাকফু যান অনিন্দিতা। দুপুর দেড়টা নাগাদ সেখানে পৌঁছনোর পরে অসুস্থ বোধ করেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় বৃদ্ধাকে সুখিয়াপোখরি ব্লক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
দার্জিলিঙের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ বলেন, ‘‘ওই বৃদ্ধা অন্য এক মহিলার সঙ্গে গাড়ি করে এ দিন সান্দাকফু ঘুরতে গিয়েছিলেন। সেখানে পৌঁছনোর পরে তিনি গুরুতর অসুস্থ বোধ করেন। তাঁকে গাড়ি করে সুখিয়াপোখরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি। ঘটনার তদন্ত হচ্ছে।’’ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, সান্দাকফুর মতো উচ্চতায় অনিন্দিতার শরীর মানিয়ে নিতে পারেনি। অত উচ্চতায় অক্সিজেনের ঘাটতি হতে পারে বলে বিশেষজ্ঞদের মত। ওই বৃদ্ধা ও তাঁর সঙ্গী আগের দু’দিন লেপচাজগতে ছিলেন। রবিবার টুমলিংয়ে ছিলেন তাঁরা। সেখান থেকে সোমবার সান্দাকফু গিয়েছিলেন।
পুলিশ-প্রশাসন এবং স্থানীয় সূত্রের খবর, ২০২৪ সালে সান্দাকফু ঘুরতে গিয়ে মৃত্যু হয়েছিল দমদমের এক তরুণী ও ভবানীপুরের এক প্রৌঢ়ের। চলতি বছরে সান্দাকফুতে মারা যান যাদবপুরের এক তরুণী। উচ্চতাজনিত শ্বাসকষ্টের কারণে মৃত্যু হয় তাঁদের। পর্যটকদের ওই অঞ্চলে যাওয়ার আগে তাঁরা শারীরিক ভাবে সক্ষম কিনা, তা পরীক্ষা করানোর দাবি ওঠে সেই সময়ে। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি চেয়ারম্যান রাজেশ চৌহান জানান, সান্দাকফুর মতো উচ্চতায় যাওয়ার আগে শারীরিক পরীক্ষা করা জরুরি। এমন অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যটকদের আরও সচেতন হতে হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)