Advertisement
০৬ মে ২০২৪

মন্ত্রীর পাড়ায় ব্যাগ ছিনতাই কলেজ ছাত্রীর

বাইকে পিছু নিয়ে এক কলেজ পড়ুয়া তরুণীর ব্যাগ ছিনতাই করে পালাল দুই যুবক। বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি থানার কলেজপাড়ার একটি নার্সিংহোমের সামনে এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৬ ০১:৩৯
Share: Save:

বাইকে পিছু নিয়ে এক কলেজ পড়ুয়া তরুণীর ব্যাগ ছিনতাই করে পালাল দুই যুবক। বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি থানার কলেজপাড়ার একটি নার্সিংহোমের সামনে এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

পুলিশ জানিয়েছে, এক বন্ধুর সঙ্গে দেখা করে দিদির সঙ্গে ১৬ নম্বর ওয়ার্ডে নিজেদের বাড়ি ফিরছিলেন ওই তরুণী। বাইক নিয়ে ছিনতাইকারীরা পালানোর সময় তরুণী চিৎকার করে দৌঁড়ে তাদের তাড়াও করেন। কিন্তু বাইকের গতি বাড়ি দুই যুবক খেলাঘর মোড়ের দিকে পালায় বলে অভিযোগ। তরুণীর ব্যাগে কিছু নগদ টাকা ছাড়াও এটিএম কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং মোবাইল ফোন ছিল। এই কলেজপাড়াতেই বাড়ি রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেবের। দিল্লিতে থাকলেও বিষয়টি শোনার পর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন, ‘‘কলেজপাড়ার ওই রাস্তায় তো অনেক লোকজন থাকে। তার পরেও ছিনতাই। পুলিশকে বলব দ্রুত ব্যবস্থা নিতে।’’ চিলড্রেন পার্ক মোড়ের কাছেই একটি বহুতল আবাসনে থাকেন ওই তরুণী। বিষয়টি শোনার পরেই সেখানে যান স্থানীয় কংগ্রেস কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান সুজয় ঘটক। তিনি বলেন, ‘‘মহিলারা সন্ধ্যার পর রাস্তায় বার হলে যদি এমন হয়, তাহলে তো সবাই আতঙ্কিত হয়ে পড়বেন।’’

মন্ত্রীর পাড়ায় ওই ঘটনা শোনার পর থানাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন পুলিশ কমিশনার চেলিং সিমিক লেপচা। তাঁর কথায়, ‘‘দুষ্কৃতীদের খোঁজা হচ্ছে। থানাগুলিকে নজরদারি বাড়াতে বলা হয়েছে।’’

তনুরিমা চন্দ নামের ওই তরুণী যাদবপুরের তুলনামূলক সাহিত্যের তৃতীয় বর্যের ছাত্রী। তাঁর দিদি অনুরিমা দিল্লির জেএনইউ-তে গবেষণা করছেন। শীতের ছুটিতে তাঁরা বাড়িতে এসেছেন। এ দিন বিকালের পর কলেজপাড়ার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন। কলেজের মূল গেটের সামনে দিয়ে তাঁরা চিলড্রেনস পার্কের দিকে আসছিলেন। তনুরিমা বলেন, ‘‘বেশ কিছুক্ষণ ধরে দুই যুবক বাইক নিয়ে আমাদের পিছনে আসছিল। নার্সিংহোম পার হতেই রাস্তার বাঁকের মুখে আমাদের পাশে চলে আসে। পিছনের ছেলেটি হঠাৎ আমার ব্যাগ ধরে টানতে থাকে। তার পর ছিনিয়ে নিয়ে পালায়।’’ রাতেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তনুরিমা। ওই বহুতলের এক আবাসিক সুপ্রিয় গুহ বলেন, ‘‘কলেজপাড়া, হাকিমপাড়ার মত এলাকায় সন্ধ্যার পর এমন ভাবাই যায় না। পুলিশের নজরদারি না বাড়ালে এমন ঘটনা বেড়েই চলবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

college girl stolen minister
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE