Advertisement
০৬ মে ২০২৪
Elephant Attack

বক্সার জঙ্গলে বাঘ সুমারি করতে গিয়ে বুনো হাতির হানায় মৃত্যু বনকর্মীর, পরিবার দুষছে বন দফতরকে

অভিযোগ উঠেছে, চার জন বনকর্মী মিলে বাঘ সুমারি করতে বার হন। জয়ন্তী রেঞ্জের পুকুরিতে তাঁরা কাজ শুরু করেন। হঠাৎই বুনো হাতির সামনে পড়ে যান আব্দুল।

— নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ০২ মার্চ ২০২৪ ২৩:৪৬
Share: Save:

বক্সার জঙ্গলে বাঘ সুমারি করতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হল এক বনকর্মীর। মৃতের নাম আব্দুল কায়েম মিয়াঁ (৫৭)। তাঁর বাড়ি আলিপুরদুয়ারের রায়ডাক গ্রাম পঞ্চায়েতের কার্তিকা গ্রামে। শনিবার বনকর্মীর মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন। জয়ন্তী রেঞ্জ অফিসের সামনে তুমুল বিক্ষোভ দেখান তাঁরা। পাথর ছুড়ে বন দফতরের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। পরে যদিও পুলিশ ও বন দফতরের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

অভিযোগ উঠেছে, চার জন বনকর্মী মিলে বাঘ সুমারি করতে বার হন। জয়ন্তী রেঞ্জের পুকুরিতে তাঁরা কাজ শুরু করেন। হঠাৎই বুনো হাতির সামনে পড়ে যান আব্দুল। হাতির আক্রমণে আব্দুলের মৃত্যু হলে বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। পরিবারের অভিযোগ, কর্তব্যরত অবস্থায় বনকর্মীর মৃত্যুর পরেও বিষয়টি বন দফতরের তরফে পরিবারকে তৎক্ষণাৎ জানানো হয়নি। মৃত্যুর প্রায় পাঁচ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে দেহ দেহ উদ্ধার হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Buxa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE