তার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করে দিয়েছে এক যুবক। তার জেরে আত্মঘাতী হল এক কিশোরী। ঘটনাটি জলপাইগুড়ির ময়নাগুড়ির। পুলিশ তদন্ত শুরু করেছে। কিশোরীর বাড়ির লোকজনের দাবি, জোর করে ওই কিশোরীর ছবি তুলে তা ফেসবুকে পোস্ট করেছে ওই যুবক। এ নিয়ে ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে মৃত কিশোরীর পরিবার।
ময়নাগুড়ির মধ্য শালবাড়ি এলাকার বাসিন্দা ওই কিশোরী জল্পেশ লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। তার পরিবারের অভিযোগ, চিন্ময় সরকার নামে মধ্য শালবাড়িরই এক যুবক ওই কিশোরীকে উত্যক্ত করত। চিন্ময় ওই কিশোরীর সঙ্গে জোর করে ছবি তুলে তা নেট মাধ্যমে ছড়িয়ে দেয় বলেও অভিযোগ। তার জেরেই লজ্জায় ওই কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ।
মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বাড়ির লোকের অজান্তে নিজের ঘরে গলায় ফাঁস লাগায় ওই কিশোরী। বাড়ির লোকজন ডাকাডাকি করে কোনও সাড়াশব্দ পাননি। এর পর ঘরের জানালা ভেঙে তাঁরা কিশোরীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ময়নাগুড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।