বনদফতরের গাফিলতিতে মৃত্যু হল ইন্ডিয়ান রক পাইথন সাপের। অষ্টমীর দিন গাড়ির ধাক্কায় আহত হয়েছিল লুপ্তপ্রায় এই সাপ। স্থানীয়রা আহত সাপটিকে দেখতে পেয়ে খবর দিয়েছিলেন বনপ্রাণী দফতরে। কিন্তু তা সত্ত্বেও বন দফতরের কর্মীরা আসেননি বলে অভিযোগ।
বুধবার রাতে ধূপগুড়ি থানার অন্তর্গত ঠাকুরপাঠ এলাকায় এশিয়ান হাইওয়ে ৪৮ পেরোতে গিয়ে গাড়ির ধাক্কায় আহত হয় ১২ ফুটের সাপটি। তার পর দীর্ঘক্ষণ রাস্তার পাশে পড়েছিল। পথচলতি মানুষ এই দৃশ্য দেখে খবর দেন বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের। ঘটনাস্থল থেকে ঢিলছোড়া দূরে অবস্থিত সোনাখালি বিট অফিসেও খবর দেন স্থানীয় বাসিন্দারা। তবুও আহত সাপটিকে দেখতে বা উদ্ধার করতে কোনও বনকর্মী আসেননি বলে অভিযোগ। চিকিৎসা না পাওয়াতেই আহত সাপটির মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের। বৃহস্পতিবার সাপটিকে মৃত অবস্থায় দেখে ক্ষুব্ধ তাঁরাও।