বাড়ির সামনের রাস্তার পাশে খেলছিল সাড়ে চার বছরের শিশুকন্যা। তাকে ভুলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হল প্রতিবেশী বছর সতেরোর এক তরুণ।
মালদহের একটি ব্লকে শুক্রবার সকালের এই ঘটনার পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে শুক্রবার রাতে রেফার করা হয় মালদহ মেডিক্যাল কলেজে। সেখানেই সে চিকিৎসাধীন। অভিযোগ, থানায় গেলে খুনের হুমকি দেয় অভিযুক্তের পরিবারের লোকেরা। তবে শুক্রবার রাতেই মেয়েটির পরিবারের তরফে ওই তরুণের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। অভিযুক্তকে গ্রেফতার করে তার বিরুদ্ধে ‘পকসো’ আইনে মামলা রুজু করা হয়েছে। শনিবার তাকে মালদহে জুভেনাইল জাস্টিস আদালতে পেশ করা হয়। আদালত অভিযুক্তকে জুভেনাইল হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে।
তরুণের পরিবারের দাবি, ছেলেটি ও তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, “অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।” শিশুকন্যার বাবা এ দিন বলেন, “ওইটুকু মেয়ের সঙ্গে কেউ এমন আচরণ করতে পারে, ভাবতেই পারছি না! আমরা চাই, ছেলেটির যেন কঠোর শাস্তি হয়।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)