পর্যটনমন্ত্রী গৌতম দেবের পাইলট কারের ধাক্কায় জখম এক কিশোর। আহত যুবকের নাম হিরণ্ময় সূত্রধর। সে দশম শ্রেণির ছাত্র। জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ইস্টার্ন বাইপাসের আশিঘর মোড় এলাকায়। পর্যটনমন্ত্রী বৃহস্পতিবার ডাবগ্ৰাম-ফুলবাড়ি এলাকায় একটি রাস্তার কাজের শিলান্যাস অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে ইস্টার্ন বাইপাস হয়ে ফিরছিল মন্ত্রীর কনভয়। সে সময় হিরণ্ময় সাইকেল নিয়ে মোড় পেরোতে গিয়ে উলটো দিক থেকে আসা মন্ত্রীর পাইলট কারের সামনে চলে আসে। যদিও মন্ত্রী সে সময় পিছনের গাড়িতে ছিলেন।
গাড়ির ধাক্কায় ওই কিশোর দূরে ছিটকে পড়ে। গুরুতর জখম অবস্থায় পুলিশের গাড়িতে করেই চিকিৎসার জন্য তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। মাথায় চোট লেগেছে। কিশোরের পরিবারের সদস্যরা খবর পেয়েই হাসপাতালে চলে এসেছেন। এই ঘটনায় উদ্বিগ্ন পর্যটনমন্ত্রী গৌতম দেব। তিনি নিজে যুবকের প্রয়োজনীয় চিকিৎসার বিষয়ে উদ্যোগ নিয়েছেন বলে জানা গিয়েছে।