তিন মাসের মধ্যে দু’বার বালুরঘাটের সরকারি ‘শুভায়ন হোম’ থেকে পালানো বা পালানোর চেষ্টা নাবালকদের। শুক্রবার রাতেও গেট খোলা পেয়ে বেরিয়ে পড়েছিল দুই নাবালক। গেটের কাছ থেকেই তাদের কোনও রকমে ফিরিয়ে আনতে সক্ষম হন হোম কর্তৃপক্ষ। পর পর একই ধরনের ঘটনায় হোমের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। শনিবার হোমের নিরাপত্তা পর্যালোচনা বা ‘অডিট’ শুরু করেছে প্রশাসন। রক্ষীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে জেলা শিশুকল্যাণ সমিতি।
বালুরঘাটের ওই সরকারি হোম থেকে দু’মাস আগে কাঁটাতারের বেড়া টপকে পালিয়ে গিয়েছিল তিন নাবালক। শুক্রবার রাতে গেটের রক্ষী ও তাঁদের ‘ডিউটি’ বদল হওয়ার সময় গেট তালা না দেওয়া অবস্থায় ছিল বলেই হোম সূত্রের খবর। দাবি, সে সুযোগেই বাইরে বেরিয়ে পড়ে দুই নাবালক। যদিও পিছনে ছুটে তাদের ধরে ফেলা সম্ভব হয়।
বিষয়টি নিয়ে ক্ষুব্ধ জেলা শিশুকল্যাণ সমিতি। সমিতির চেয়ারপারসন মন্দিরা রায় বলেন, ‘‘রক্ষীদের গাফিলতি শিশুদের ঝুঁকি বাড়িয়ে তুলছে। কেন রাতের বেলা গেটে তালা দেওয়া থাকবে না?’’ কাঁটাতার-যুক্ত দেওয়াল, সিসি ক্যামেরার নজরদারি ছাড়াও, নিরাপত্তা রক্ষীদের দিন-রাত পাহারা দেওয়ার কথা ওই হোমে। তার পরেও বার বার নাবালকদের পালিয়ে যাওয়া বা তার চেষ্টা করার ঘটনা রীতি মতো চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। জেলাশাসক বিজিন কৃষ্ণ বলেন, ‘‘হোমের নিরাপত্তা পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে।’’
শনিবারই হোমে নিরাপত্তা নিয়ে ‘অডিট’ শুরু হয়েছে বলে জানান অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমিসংস্কার) হ্যারিস রশিদ। তিনি জানান, হোমে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা বিধি মেনেই করা রয়েছে। কিন্তু তার পরেও কেন এ রকম ঘটনা ঘটছে, তা যাচাই করে দেখার কাজ শুরু হয়েছে। এই পর্যালোচনার ভিত্তিতে নতুন সিদ্ধান্ত নিতে পারে জেলা প্রশাসন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)