Advertisement
০৫ মে ২০২৪

দিনহাটা শিলিগুড়ি এসি বাস সোমবার

নিগম কর্তৃপক্ষের দাবি, কোচবিহার জেলার কোনও মহকুমা শহর থেকে সরাসরি শিলিগুড়ি পর্যন্ত শীতাতপ নিয়ন্ত্রিত বাসের পরিষেবা এটিই প্রথম। এতে দীর্ঘদিনের দাবিও মিটবে। নিগমের ম্যানেজিং ডিরেক্টর সুবল চন্দ্র রায় বলেন,“আগামী সপ্তাহ থেকেই ওই রুটে বাসটি চালানোর চেষ্টা হচ্ছে।’’

কোচবিহার থেকে শিলিগুড়ি রুটে আগেই শীতাতপ নিয়ন্ত্রিত বাস পরিষেবা চালু করা হয়েছে। প্রতীকী ছবি।

কোচবিহার থেকে শিলিগুড়ি রুটে আগেই শীতাতপ নিয়ন্ত্রিত বাস পরিষেবা চালু করা হয়েছে। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
দিনহাটা শেষ আপডেট: ০১ জুলাই ২০১৭ ১২:০০
Share: Save:

এ বার দিনহাটা থেকেও শীতাতপ নিয়ন্ত্রিত বাস চালাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। শিলিগুড়ি রুটে বাসটি চালানো হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সোমবার থেকে ওই পরিষেবার সুযোগ পাবেন যাত্রীরা।

নিগম কর্তৃপক্ষের দাবি, কোচবিহার জেলার কোনও মহকুমা শহর থেকে সরাসরি শিলিগুড়ি পর্যন্ত শীতাতপ নিয়ন্ত্রিত বাসের পরিষেবা এটিই প্রথম। এতে দীর্ঘদিনের দাবিও মিটবে। নিগমের ম্যানেজিং ডিরেক্টর সুবল চন্দ্র রায় বলেন,“আগামী সপ্তাহ থেকেই ওই রুটে বাসটি চালানোর চেষ্টা হচ্ছে।’’

নিগম সূত্রে জানা গিয়েছে, কোচবিহার থেকে শিলিগুড়ি রুটে আগেই শীতাতপ নিয়ন্ত্রিত বাস পরিষেবা চালু করা হয়েছে। এ বার রুট সম্প্রসারণ করে তা দিনহাটা থেকে চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি কোচবিহার থেকে আরও একটি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত বাস নামানোর ব্যাপারে চিন্তাভাবনা শুরু হয়েছে। নিগমের এক আধিকারিক জানিয়েছেন, দিনহাটা থেকে সকাল সাড়ে সাতটায় বাসটি শিলিগুড়ির উদ্দেশে রওনা হবে। কোচবিহার হয়ে বেলা সাড়ে ১১ টা নাগাদ সেটির শিলিগুড়ি পৌঁছনোর কথা। দিনহাটা রুটে বাসটি দেওয়ানহাট ও ভেটাগুড়িতে যাত্রীদের জন্য দাঁড়াবে। দিনহাটা-শিলিগুড়ির জন্য মাথাপিছু ভাড়া পড়বে ২২০ টাকা। বিকেলে বাসটি শিলিগুড়ি থেকে কোচবিহারের উদ্দেশে রওনা হবে। আপাতত ফেরার সময় কোচবিহার পর্যন্ত চালানোর পরিকল্পনা রয়েছে। ফেরার সময় সূচিও দ্রুত চূড়ান্ত হবে।

নিগম সূত্রেই জানা গিয়েছে, দৈনিক সকাল ছয়টায় বাসটি কোচবিহার থেকে দিনহাটার উদ্দেশে যাবে। কোচবিহার-দিনহাটা রুটে যাতায়াতে ভাড়া পড়বে ৩০ টাকা। অন্য সাধারণ বাসের তুলনায় ১০ টাকা বেশি। নিগমের এক আধিকারিক জানিয়েছেন, দিনহাটা-কোচবিহারের মাঝে কোনও স্টপেজে ওঠানামা করলেও যাত্রীদের ন্যূনতম ৩০ টাকা ভাড়া দিতে হবে বলে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে।

দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী বলেন, “চিকিৎসা সহ নানা কাজে দিনহাটা থেকে শিলিগুড়ি যাতায়াতের সময় শীতাতপ নিয়ন্ত্রিত বাসের সুবিধে না থাকায় অনেকেই সমস্যায় পড়তেন। সেদিক থেকে ওই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। তবে বাসটি ফেরার সময়ও দিনহাটা পর্যন্ত চালানো দরকার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE