Advertisement
১৯ মে ২০২৪

নিগ্রহে অভিযুক্ত কর্মী জামিনে মুক্ত

বিদ্যালয় পরিদর্শককে হেনস্থার ঘটনায় ধৃত প্রাথমিক শিক্ষা সংসদের কর্মীর জামিন মঞ্জুর করল আদালত। শুক্রবার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দফতরে জেলা বিদ্যালয় পরিদর্শক নৃপেন্দ্র সাহাকে শারীরিক ভাবে হেনস্থার অভিযোগ ওঠে এক ঠিকাদারের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৬ ০১:৩৮
Share: Save:

বিদ্যালয় পরিদর্শককে হেনস্থার ঘটনায় ধৃত প্রাথমিক শিক্ষা সংসদের কর্মীর জামিন মঞ্জুর করল আদালত।

শুক্রবার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দফতরে জেলা বিদ্যালয় পরিদর্শক নৃপেন্দ্র সাহাকে শারীরিক ভাবে হেনস্থার অভিযোগ ওঠে এক ঠিকাদারের বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নৃপেন্দ্রবাবু থানায় ওই ঠিকাদার ও সংসদের এক কর্মীর বিরুদ্ধে বিলের চেক দেওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগ করেন। তাঁর দাবি, টেন্ডার প্রক্রিয়ায় অসঙ্গতির জন্যই তিনি বিল ছাড়তে পারছিলেন না। এ কথা তিনি রাজ্য শিক্ষা দফতরেও জানিয়েছিলেন। তার পরেও তাঁকে বিল ছাড়ার জন্য চাপ দিয়ে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। আলিপুরদুয়ার থানার আইসি দেবাশিস চক্রবর্তী বলেন, “অভিযোগ পেয়ে তমোঘ্ন সরকার নামে ওই কর্মীকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ঠিকাদার পলাতক।”

ধৃত আইনজীবী তুষার চক্রবর্তী জানান, এ দিন আদালত তাঁর মক্কেল তমোঘ্নের জামিন মঞ্জুর করেছে। তমোঘ্নের কথায়ন, ‘‘ঠিকাদার টাকা পায়নি সে জন্য তিনি জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে আলোচনা করেছিলেন। আমি আমার কাজ করছিলাম। আমাকে ফাঁসানো হয়েছে।’’ প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সমীর নার্জিনারি বলেন, “কী ঘটেছে জানি না। পরে শুনি আমার এক কর্মীর বিরুদ্ধে জেলা বিদ্যালয় পরিদর্শক থানায় অভিযোগ জানিয়েছেন। ঘটনাটি খোঁজ নিয়ে দেখছি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bail worker
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE