সিকিম থেকে শিলিগুড়ি ফেরার পথে কালিম্পঙের রিয়াংয়ের কাছে খাদে পড়ল একটি গাড়ি। সওয়ার ছিলেন চালক-সহ মোট ১০ জন। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। দুমড়ে মুচড়ে যাওয়া ওই গাড়ি থেকে বাকি আট জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। গাড়িতে যাঁরা সওয়ার ছিলেন, তাঁরা পর্যটক না কি স্থানীয় বাসিন্দা, খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে সিকিম থেকে শিলিগুড়ি যাওয়ার পথে গাড়িটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে স্থানীয়েরা তড়িঘড়ি ছুটে আসেন। খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় রিয়াং থানার পুলিশ ও এনএইচআইডিসিএল (জাতীয় সড়ক এবং পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেড)-এর কর্মীরা।
ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ময়নাগুড়ির বাসিন্দা তুষার বর্মন এবং বর্ধমানের বাসিন্দা সুমিত মালির। উদ্ধার করা হয় আহত আট জনকে। আহতদের রম্ভি হাসপাতাল এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রংপোর বাসিন্দা রাম বাহাদুর ছেত্রী, জলপাইগুড়ির বাসিন্দা গৌতম রায়, শিলিগুড়ির বাসিন্দা নির্মা শেরপা, সাগর শর্মা, গ্যাংটকের বাসিন্দা অনুজকুমার প্রসাদ, বীরভূমের বাসিন্দা সবুজ কুমার ঘোষ। এখনও দু’জন আহত যাত্রীর পরিচয় মেলেনি।
আরও পড়ুন:
কালিম্পং পুলিশ সুপার শ্রীহরি পাণ্ডে বলেন, ‘‘কী ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ২০০ ফুট খাদে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও দু’জনের পরিচয় পাওয়া যায়নি। গোটা ঘটনার তদন্ত চলছে।’’