Advertisement
০৭ মে ২০২৪

বাইপাসের কাজ নেতার জমিতেই

শনিবার ডিমরুল্লা এলাকাতে বাইপাস কাজ হয়েছে। তবে শঙ্করবাবুর স্ত্রী বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু, সে সময়ে অন্য দিকে রাস্তা তৈরির কাজ করে প্রশাসন। ইসলামপুরের ওই কাজের দায়িত্বে থাকা ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজয় মুক্তান জানান, এ দিন যতটা জমিতে কাজ করার কথা ছিল তা করা হয়েছে।

সচল: বাইপাসের কাজ হচ্ছে ইসলামপুরে। নিজস্ব চিত্র

সচল: বাইপাসের কাজ হচ্ছে ইসলামপুরে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
ইসলামপুর শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৮ ০২:৪২
Share: Save:

বাইপাস-বিরেধী আন্দোলনের নেতার জমিতেই হল বাইপাসের কাজ। শনিবার বাইপাস জমি রক্ষা কমিটির সভাপতি শঙ্কর ভাওয়ালের জমিতেই কাজ করল ইসলামপুর প্রশাসন।

শনিবার ডিমরুল্লা এলাকাতে বাইপাস কাজ হয়েছে। তবে শঙ্করবাবুর স্ত্রী বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু, সে সময়ে অন্য দিকে রাস্তা তৈরির কাজ করে প্রশাসন। ইসলামপুরের ওই কাজের দায়িত্বে থাকা ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজয় মুক্তান জানান, এ দিন যতটা জমিতে কাজ করার কথা ছিল তা করা হয়েছে।

এ দিন সকাল থেকেই ডিমরুল্লা এলাকাতে কাজ করেছে প্রশাসন। কোনও রকম বাধা ছাড়াই কাজ হচ্ছিল। বাইপাস জমি রক্ষা আন্দোলনের সভাপতির জমিতে কাজ হলেও তিনি সেখানে ছিলেন না। তাঁর স্ত্রী দীপ্তি ভাওয়াল-সহ এক আত্মীয়া সেই জমিতে বাধা দেওয়ার জন্য একটি যন্ত্রের সামনে দাঁড়িয়ে পড়েন। সেই যন্ত্রটি দাঁড় করিয়ে রেখেই অন্য কয়েকটি যন্ত্র জমিতে ঢুকিয়েই তাঁর চা বাগান উপড়ে ফেলা হয়।

দীপ্তিদেবী বলেন, ‘‘সেদিনের লাঠি চার্জে শঙ্করবাবু অসুস্থ হয়ে পড়েন। তাই তিনি আসতে পারেননি। আমি বাধা দিয়েছি। প্রশাসন জবরদস্তি কাজ করেছে।’’ তবে প্রশ্ন উঠেছে, তবে কি গ্রেফতার হতে পারেন ভেবেই তিনি জমিতে বাধা দিতে আসেননি শঙ্করবাবু? শঙ্করবাবুর কথায়, ‘‘আমি অসুস্থ। সেই কারণেই বাধা দিতে যেতে পারিনি ঠিকই। কিন্তু আমার স্ত্রী ও আমার পরিবারের বউরা গিয়েছিলেন। সরকার অন্যায় করে অত্যাচার করে জমিতে কাজ করছে। যেমন ইংরেজরা চাষিদের উপর করাতো।’’

বাইপাস নিয়েই ইতিমধ্যেই জনসভা করবে বলে জানিয়েছে তৃণমূল। আগামী ৩ ফেব্রুয়ারি ইসলামপুরের বলেঞ্চা এলাকাতে বাইপাসের অধিগৃহীত জমিতেই সেই সভা হবে। সেখানে উপস্থিত থাকবেন পর্যটন দফতরের মন্ত্রী গৌতম দেব, রাজ্যের গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানি-সহ এলাকার তৃণমূলের বিধায়কেরা। সেই নিয়েই ইসলামপুরের শনিবার বৈঠকও করে তৃণমূল।

এ দিন চাকুলিয়ার বিধায়ক আলি ইমরান রামজ (ভিক্টর) ইসলামপুরে প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে বলেন, ‘‘বাইপাস নিয়ে তৃণমূলের মঞ্চে আমাকে ডাকুক। আমি বলব বাইপাস চাই। সে মুখ্যমন্ত্রী মন্ত্রীর মঞ্চ থেকেও বলতে রাজি আছি। তবে কৃষকদের ন্যায্য মূল্য দিয়েই তা করতে হবে। আমি তৃণমূলের মঞ্চে দাঁড়ালে তৃণমূল হয়ে যাব সেই ভয় আমার নেই। তবে ওঁদের ভয় ভিক্টর ওই মঞ্চে চলে আসলে ওদের মঞ্চ ওদের থাকবে কি না।’’ বাইপাস নিয়ে কলকাতা হাইকোর্টের আইন আমান্য করলে আদালত অবমাননার মামলা করবেন বলেও দাবি করেছেন ভিক্টর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE