Advertisement
১৯ এপ্রিল ২০২৪

রং মেখে দাপাদাপি রদে বিশেষ বাহিনী

জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, কেউ যাতে জোরে কিংবা মদ্যপ অবস্থায় মোটর সাইকেল না চালান, তা দেখতে প্রতিটি থানাতেই বিশেষ বাহিনী গঠন হচ্ছে৷ বিভিন্ন জায়গায় তল্লাশি চলবে৷

—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৩৯
Share: Save:

মুখে রং মেখে রাস্তায় চলছে মোটর সাইকেলের রেস৷ সঙ্গে মদ্যপদের দাপাদাপি—দোল কিংবা হোলিতে এ ধরনের চিত্র প্রায় সবারই চেনা৷ কিন্তু এ বারের দোল বা হোলিতে এগুলো রুখতে এখন থেকেই সতর্ক জলপাইগুড়ি জেলা পুলিশ৷ দোলের সময়, বিশেষ করে হোলির দিন মোটর সাইকেলের রেস কিংবা মদ্যপদের দৌরাত্ম্য রুখতে সতর্ক থাকতে জেলার প্রতিটি থানাকে নির্দেশ দিলেন জেলার পুলিশ কর্তারা৷ সেই সঙ্গে এ ধরনের ঘটনা রুখতে প্রতিটি থানাকে বিশেষ বাহিনী গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে৷ এ ছাড়া নজরদারিতে সাধারণ পুলিশ কর্মীরা ছাড়াও সাদা পোশাকের পুলিশ তো থাকছেই৷

প্রতি বছরই দোল ও হোলির দিন এমন দাপাদাপিতে জেলা জুড়ে অনেক দূর্ঘটনা ঘটে৷ গোটা জেলা জুড়েই এই মুহূর্তে সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে ব্যাপক হারে প্রচার চালাচ্ছে পুলিশ৷ পথ নিরাপত্তা নিয়ে রাস্তায় নামছেন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের থেকে শুরু করে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষও৷ এই পরিস্থিতিতে এবারের হোলির দিন দুর্ঘটনার হার কমাতে মরিয়া জেলার পুলিশ কর্তারা৷ সে জন্যই জেলার প্রতিটি থানাকে এ ব্যাপারে বিশেষ বাহিনী গঠন করতে নির্দেশ তাদের৷

জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, কেউ যাতে জোরে কিংবা মদ্যপ অবস্থায় মোটর সাইকেল না চালান, তা দেখতে প্রতিটি থানাতেই বিশেষ বাহিনী গঠন হচ্ছে৷ বিভিন্ন জায়গায় তল্লাশি চলবে৷ সাদা পোশাকের পুলিশও নানা জায়গায় নজরদারি চালাবে৷

দোল বা হোলিকে নিয়ে সতর্ক জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরও৷ ওই দিন দু’টিতে জেলার প্রতিটি হাসপাতাল ও ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসকের নেতৃত্বে স্বাস্থ্য কর্মীদের দলকে তৈরি থাকতে নির্দেশ দিয়েছেন জেলার স্বাস্থ্য কর্তারা৷ জলপাইগুড়ির সিএমওএইচ জগন্নাথ সরকার জানান, প্রতিটি হাসপাতালেই এই ব্যবস্থা থাকবে৷ জেলা হাসপাতাল ও মালবাজার মহকুমা হাসপাতালে একটি করে অ্যাম্বুল্যান্সও তৈরি রাখা হবে৷ যাতে আপৎকালীন ব্যবস্থা নেওয়া যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

unpleasant incidents Holi Surveillance
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE