Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ফের চিতাবাঘের হামলা

বন দফতর সূত্রে জানা গিয়েছে, আকাশের বাড়ি তুলসীপাড়া চা বাগানের লেটে লাইনে৷ এ দিন ঘটনার সময় রামঝোড়া থেকে সাইকেলে চেপে বীরপাড়া-লঙ্কাপাড়া রাজ্য সড়ক ধরে বাড়ি ফিরছিল সে৷

—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ০৪:৩৪
Share: Save:

ফের চিতাবাঘের হানা। এবারে জখম এক কিশোর। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের তুলসীপাড়া চা বাগানে৷ স্বেচ্ছাসেবকদের তৎপরতায় আকাশ ওঁরাও নামে ১৪ বছরের এক কিশোর চিতাবাঘের কবল থেকে প্রাণে বেঁচে গেলেও, গুরুতর জখম হয়েছে সে৷ বর্তমানে শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে তার চিকিৎসা চলছে৷ গত দেড় মাসে মাদারিহাটের রামঝোড়া ও ধুমচিপাড়া চা বাগানে চিতাবাঘের হানায় শিশু-কিশোরের মৃত্যু হয়েছে৷ এ দিনের ঘটনার পর জলদাপাড়ার কাছে থাকা মাদারিহাটের চা বাগানগুলিতে আতঙ্ক ছড়িয়েছে৷ উদ্বেগ বেড়েছে বন দফতরের কর্তাদেরও৷

বন দফতর সূত্রে জানা গিয়েছে, আকাশের বাড়ি তুলসীপাড়া চা বাগানের লেটে লাইনে৷ এ দিন ঘটনার সময় রামঝোড়া থেকে সাইকেলে চেপে বীরপাড়া-লঙ্কাপাড়া রাজ্য সড়ক ধরে বাড়ি ফিরছিল সে৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তুলসীপাড়া চা বাগানের এক নম্বর লাইনের সামনে চিতাবাঘটি আকাশের উপর হামলা করে৷ তাকে কামড়ে জঙ্গলের দিকে টেনে নিয়ে যেতে শুরু করে৷

গত কিছুদিন ধরে চা বাগান এলাকায় একের পর-এক চিতাবাঘের হামলার ঘটনার পর, স্কুল পড়ুয়াদের নিরাপত্তায় বেশ কিছু স্বেচ্ছাসেবককে কাজে নামিয়েছে বন দফতর৷ এ দিন ঘটনার সময়, তেমন দুই স্বেচ্ছাসেবক যুবরাজ তামাং ও টিজা ওঁরাও কিশোরের আর্ত চিৎকার শুনতেই লাঠি হাতে ঝাঁপিয়ে পড়েন। যুবরাজ জানান, “কিশোরকে বাঁচাতে ওর পা টেনে ধরি৷ তখন চিতাবাঘটি আমাকেও আক্রমণ করে৷ সেই সময় টিজা চিতাবাঘটিকে লক্ষ্য করে পাথর ছোড়ে৷ তখন ভয় পেয়ে কিশোরকে ছেড়ে জঙ্গলে ঢুকে যায় চিতাবাঘটি।’’ বন দফতরের অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেন, “সাহস দেখিয়ে ওই দুই স্বেচ্ছাসেবক এগিয়ে না এলে, কিশোরকে বাঁচানো মুশকিল হত৷” বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ বলেন, “শুক্রবারের ঘটনা খুবই দুঃখজনক৷ এ ধরনের ঘটনা এড়াতে বন দফতর চেষ্টা চালিয়ে যাচ্ছে৷”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Leopard Attack Injury
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE