Advertisement
২০ এপ্রিল ২০২৪
নতুন উড়ান

দিল্লিতে সরাসরি এয়ারবাস ৩২০

বাগডোগরা থেকে সরাসরি দিল্লি যাওয়ার আরও একটি উড়ান চালু হল। রবিবার বাগডোগরা থেকে ওই উড়ান শুরু করল এয়ার এশিয়া। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শেহনওয়াজ হোসেন এ দিন উড়ানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সংস্থার তরফে বাগডোগরা থেকে বিমানের টিকিট কাটা প্রথম দুই যাত্রীকে স্মারক উপহার তুলে দেওয়া হয়।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৭ ০২:১৬
Share: Save:

বাগডোগরা থেকে সরাসরি দিল্লি যাওয়ার আরও একটি উড়ান চালু হল। রবিবার বাগডোগরা থেকে ওই উড়ান শুরু করল এয়ার এশিয়া। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শেহনওয়াজ হোসেন এ দিন উড়ানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সংস্থার তরফে বাগডোগরা থেকে বিমানের টিকিট কাটা প্রথম দুই যাত্রীকে স্মারক উপহার তুলে দেওয়া হয়। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীই ওই দুই যাত্রীর হাতে বিমানের বোর্ডিং পাস এবং উপহার তুলে দেন।

এ দিন সকালে দিল্লি থেকে বাগডোগরায় এসে আবার দুপুর ২টো ১০ মিনিটে দিল্লি উড়ে যায় এয়ার এশিয়ার বিমান এয়ারবাস ৩২০। উড়ানের সব আসনই ভর্তি ছিল।

বাগডোগরা থেকে উড়ান চালানোর সংস্থার সংখ্যা বেড়ে হল ৮। এ দিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সংস্থাকে বাগডোগরা থেকে উড়ানের সংখ্যা আরও বাড়াতে অনুরোধ করেছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ দাবি করেছেন, উড়ানের সংখ্যার সঙ্গে বাগডোগরার যাত্রী সংখ্যাও বেড়ে চলেছে। ঠিকঠাক চললে চলতি আর্থিক বছরের শেষে এই বিমানবন্দরের আসা-যাওয়া করা যাত্রীর সংখ্যা ১৪ লক্ষ পার হয়ে যাবে।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র শেহনওয়াজ হোসেন বলেন, ‘‘পর্যটনের জন্য বাগডোগরা বিমানবন্দরের গুরুত্ব অপরিসীম। সে কারণে কেন্দ্রীয় সরকার বিমানবন্দরের পরিকাঠামো বাড়াতে নানা সিদ্ধান্ত নিচ্ছে। এ দিন যে সংস্থাটি উড়ান শুরু করেছে তাদের বিমানের সংখ্যা বাড়াতে অনুরোধ করেছি।’’

বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, এ দিন ১৮০ জন যাত্রী নতুন সংস্থার বিমানে দিল্লি গিয়েছেন। দুপুরে বিমানের চাকা বাগডোগরার রানওয়ে ছোঁয়া মাত্র জল কামান চালিয়ে স্বাগত জানানো হয়।

বিমানবন্দরের অথিকর্তা রাকেশ সহায় বলেন, ‘‘নতুন সংস্থা উড়ান শুরু করায় যাত্রীর সংখ্যা আরও বাড়বে। যাত্রীদের যাতায়াত বাড়লে পরিকাঠামোর উন্নতিতেও তা সাহায্য করবে।’’ রাকেশবাবু জানিয়েছেন, চলতি আর্থিক বছরের জানুয়ারি মাস পর্যন্ত ১১ লক্ষ ৭৭ হাজার ৯০৩ জন যাত্রী বাগডোগরায় ওঠা-নামা করেছেন। যা কিনা গত আর্থিক বছরের থেকে বেশি। গত আর্থিক বছরে বিমানবন্দরের মোট যাত্রী সংখ্যা ছিল ১০ লক্ষ ৮৫হাজার ৬৪৯।

এ দিন নতুন বিমান সংস্থার উড়ান শুরু হওয়াকে স্বাগত জানাতে ট্যুর অপারেটরদের সংগঠনের প্রতিনিধিরাও বিমানবন্দের গিয়েছিলেন। উত্তরবঙ্গের ট্যুর অপারেটরদের অন্যতম বৃহৎ সংগঠন এতোয়ার কার্যকরী সভাপতি সম্রাট সান্যাল বলেন, ‘‘দিল্লি যাওয়ার বিমানের সংখ্যা বাড়ল। আশা করব দ্রুত মুম্বইয়ের সঙ্গে সরাসরি যোগাযোগও শুরু হবে।’’

বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, আগামী মাস থেকেই মুম্বইয়ের সরাসরি উড়ান শুরু হবে বাগডোগরা থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bagdogra Delhi Airbus 320 Air Asia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE