নিউ টাউনের দত্তাবাদে স্বর্ণকার স্বপন কামিল্যার খুনের ঘটনায় কোচবিহার থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। ধৃতের নাম গোবিন্দ সরকার। ওই খুনের ঘটনায় ধৃত তথা সদ্য বহিষ্কৃত তৃণমূল নেতা সজল সরকারের গাড়ি চালাতেন তিনি। শুক্রবার অসম-বাংলা সীমান্তের বক্সীরহাট থেকে তাঁকে পাকড়াও করেছে বিধাননগর পুলিশ।
পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা স্বপনকে অপহরণ এবং খুনের ঘটনায় নাম জড়ায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের। তিনি আগাম জামিন পেয়েছেন। অন্য দিকে, তাঁর গাড়িচালক-সহ চার জনকে আগেই গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন কোচবিহার-২ দুই ব্লকের অপসারিত তৃণমূল সভাপতি সজল, যাঁকে গ্রেফতারির পর দলবিরোধী কাজের দায়ে বহিষ্কার করে তৃণমূল। পুলিশ সূত্রে খবর, সজলের গাড়িচালক গোবিন্দের সঙ্গে খুনের ঘটনার যোগসূত্র পাওয়া গিয়েছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার বক্সীরহাটে যায় বিধাননগর পুলিশ কমিশনারেটের একটি দল। তারা বক্সিরহাট থানার পুলিশের সহযোগিতায় গোবিন্দকে ধরেছে। শুক্রবারই ধৃতকে তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে হাজির করানো হয়েছিল।
আরও পড়ুন:
আদালতের অনুমতিতে ট্রানজিট রিমান্ডে গোবিন্দকে নিয়ে বিধাননগরে রওনা দেয় পুলিশ। পুলিশের একটি সূত্রে খবর, খুনের সময় গোবিন্দ ঘটনাস্থলে ছিলেন। কোচবিহার-২ ব্লকের কাকড়িবাড়ি এলাকার বাসিন্দা বহিষ্কৃত তৃণমূল নেতারও ঘনিষ্ঠ। সেই সূত্রে তাঁর কাছে খুনের তথ্য পাওয়া যেতে পারে। বস্তুত, বিডিও প্রশান্ত আগাম জামিন পেলেও নিউ টাউনে খুনের ঘটনায় এখনও পর্যন্ত কোচবিহার থেকেই গ্রেফতার হলেন তিন জন।