Advertisement
২৬ এপ্রিল ২০২৪
pond

Jewellery: পুকুর কাটতে গিয়ে উদ্ধারের পরেই নিখোঁজ ‘সোনার গয়না’! তদন্তে কালিয়াগঞ্জ পুলিশ

স্থানীয় সূত্রের খবর, বেশ কিছু দিন ধরে এলাকার একটি ধর্মীয় স্থানে ১০০ দিনের প্রকল্পে মাটি কাটার কাজ করা করানো হচ্ছিল পঞ্চায়েতের তরফে।

এই পুকুর থেকেই সোনার গয়না উদ্ধার হয় বলে দাবি।

এই পুকুর থেকেই সোনার গয়না উদ্ধার হয় বলে দাবি। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কালিয়াগঞ্জ শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১৯
Share: Save:

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে ১০০ দিনের প্রকল্পে পুকুর কাটতে গিয়ে ‘প্রাচীন অলঙ্কার’ উদ্ধারের ঘটনার খবরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। প্রাথমিক অনুমান উদ্ধার হওয়া গয়নাগুলি সোনার।

বৃহস্পতিবার কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের রাউতগাও এলাকায় ওই গয়না উদ্ধারের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের খবর, বেশ কিছু দিন ধরে এলাকার একটি ধর্মীয় স্থানে ১০০ দিনের প্রকল্পে মাটি কাটার কাজ করা করানো হচ্ছিল পঞ্চায়েতের তরফে। বৃহস্পতিবার সকালে এক মহিলার কোদালে উঠে আসে ‘সোনার’ ওই প্রাচীন অলঙ্কার। যা নিয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

ঘটনার খবর জানাজানি হতেই কালিয়াগঞ্জ থানার পুলিশ ও মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান লতা দেবশর্মা সরকার ঘটনাস্থলে ছুটে আসেন। তবে উদ্ধার হওয়া অলঙ্কাররটি কার কাছে আছে, সন্ধ্যা পর্যন্ত সে কথা গ্রামবাসীদের কাছ থেকে জানতে পারা যায়নি। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

স্থানীয় বাসিন্দা, জীবন রায় বলেন, ‘‘কিছু উদ্ধার হওয়ার ঘটনা অনেকেই বলছেন। তবে সোনার, না রুপোর, না কি পিতলের কেউ বলতে পারেননি। সেটি কার কাছে আছে, তা-ও কেউ বলতে পারছেন না।’’ মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান লতার কথায়, ‘‘১০০ দিনের কাজ চলার সময় সুপারভাইজার আমাকে বলে কিছু একটা উদ্ধার হয়েছে। আমি যাওয়ার পরে শুনি সোনার গয়না উদ্ধার করেছে শ্রমিকেরা। কিন্তু সেটি দেখতে পায়নি। কার কাছে আছে, সে বিষয়েও কেউ কিছু বলতে চাইছে না। আমি শুধু মোবাইল ক্যামেরায় তোলা ছবি দেখেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

pond NREGA jewellery North Dinajpur Kaliaganj
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE