Advertisement
১৮ মে ২০২৪

শিলিগুড়ি ম্যারাথনে সেরা অনীশ

অগ্রণী সঙ্ঘ এবং উত্তরবঙ্গ উৎসব কমিটির যৌথ উদ্যোগে শিলিগুড়ি ম্যারাথনে সেরা হলেন অনীশ থাপা। শনিবার সকালে ২১ কিলোমিটার ওই দৌড় শেষ করতে তিনি সময় নিয়েছেন এক ঘণ্টা ২মিনিট ৫২ সেকেন্ড। সেরা প্রতিযোগী হিসাবে তিনি এক লক্ষ টাকা পেয়েছেন।

শনিবার সকালে ২১ কিলোমিটার ম্যারাথনে যোগ দিলেন তিনশোরও বেশি প্রতিযোগী। ছবি: বিশ্বরূপ বসাক

শনিবার সকালে ২১ কিলোমিটার ম্যারাথনে যোগ দিলেন তিনশোরও বেশি প্রতিযোগী। ছবি: বিশ্বরূপ বসাক

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৭ ০১:০৯
Share: Save:

অগ্রণী সঙ্ঘ এবং উত্তরবঙ্গ উৎসব কমিটির যৌথ উদ্যোগে শিলিগুড়ি ম্যারাথনে সেরা হলেন অনীশ থাপা। শনিবার সকালে ২১ কিলোমিটার ওই দৌড় শেষ করতে তিনি সময় নিয়েছেন এক ঘণ্টা ২মিনিট ৫২ সেকেন্ড। সেরা প্রতিযোগী হিসাবে তিনি এক লক্ষ টাকা পেয়েছেন।

ম্যারাথনে দ্বিতীয় হয়েছেন তীর্থ পান। তিনি সময় নিয়েছেন এক ঘণ্টা ২ মিনিট ৫৩ সেকেন্ড। দু’জনেই সেনাবাহিনীতে শিলং-এ ৫৮ জিটিসি-তে কর্মরত। তৃতীয় হয়েছেন বেঙ্গালুরুর থেকে আসা প্রতিযোগী প্রবেশ। তাঁর সময় লেগেছে ১ ঘণ্টা ৩ মিনিট ০৯ সেকেন্ড। দ্বিতীয় এবং তৃতীয় ৫০ এবং ২৫ হাজার টাকা পেয়েছেন। ২১ কিলোমিটার ওই দৌড় প্রতিয়োগিতায় দশম স্থান পর্যন্ত প্রতিযোগীরা পুরস্কার পেয়েছেন। এ দিন সকালে হাসমিচক থেকে দৌড় শুরু হয়ে মাল্লাগুড়ি, ৩১ নম্বর জাতীয় সড়ক হয়ে চেকপোস্ট মোড়, ইস্টার্ন বাইপাস, ফুলেশ্বরী মোড়, এনটিএস মোড় হয়ে নিউ জলপাইগুড়ির অগ্রণী সঙ্ঘে শেয হয়। ম্যারাথনে তিনশোরও বেশি প্রতিযোগী যোগ দেন বলে উদ্যোক্তারা জানান।

ম্যারাথনের আয়োজক কমিটির সম্পাদক জয়দীপ নন্দী জানান, ২১ কিলোমিটার দৌড় প্রতিয়োগিতা ছাড়াও ৮ কিলোমিটার মিনি ম্যারাথন ছিল পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই। পুরুষ বিভাগে প্রথম পাঁচ জন হলেন রাজেশ কুমার শাহ, পূরণ রাই এবং হাসিবুল হক, সঞ্জয় ওরাও এবং সুনীল চৌধুরী।
মহিলা বিভাগে সেরা পাঁচ জন রিতুমাল পাহাড়িয়া, শিক্ষা রাই, অনীশা মুণ্ডা, সোনালি ঘোষ, বিশাখা এক্কা। উৎসাহীদের জন্য ছিল চার কিলোমিটার ড্রিম রান। তাতেও অনেকে যোগ দেন।

দৌড়কে সামনে রেখে ছিল স্লোগান প্রতিযোগিতাও। তাতে সেরা হয়েছে সিনি-র স্লোগান ‘শৌচাগারহীন বাড়ি, অসম্মানিত নারী’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anish Thapa Marathon
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE