চা শ্রমিকের বাড়িতে আছড়ে পড়ল সেনাবাহিনীর কামানের গোলা। কিন্তু গোলাটি না ফাটায় সকলেই প্রাণে বেঁচে গিয়েছেন। শুক্রবার রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালবাজার থানার সোনালি চা বাগানে।
এ দিন সোনালি চা বাগানের বড়া লাইনের বাসিন্দা চা শ্রমিক সুনীল ওঁরাও এর বাড়িতে কামানের গোলাটি আছড়ে পড়ে। সোনালি চা বাগানের দক্ষিণপ্রান্তে রয়েছে সেনাবাহিনীর তিস্তা ফায়ারিং রেঞ্জ। এখানেই ফি বছর শীতকালে সেনাবাহিনীর বিভিন্ন ধরনের কামানের মহড়া চলে। এ দিনও সে রকমই মহড়া চলছিল। সেখান থেকেই আচমকা একটি গোলা সুনীল ওঁরাও এর বাড়ির টিনের চাল ফুটো করে ভেতরে ঢুকে যায়। সে সময় সুনীলবাবুর পরিবারের সকলে বাড়ির উঠোনের অন্যপাশে থাকা রান্নাঘরে রাতের খাবার খাচ্ছিলেন। ঘরে কেউ না থাকায় প্রাণে বেঁচেছেন তাঁরা।
শ্রমিকের বাড়িতে গোলা এসে পড়ায় রাতের ঘুম কার্যত উড়ে গিয়েছে বাগানে। সোনালি চা বাগানের মালিক সঞ্জয় দত্তও ঘটনায় চিন্তিত। তিনি বলেন, ‘‘সেনাবাহিনীর গোলা যাতে বাগানের এলাকায় না এসে পড়ে তা দেখতে প্রশাসনকে আর্জি জানাবো।’’ পুলিশের তরফে বিষয়টি সেনাবাহিনীকে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) নিমা নরবু ভুটিয়া। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে গোলাটি নিয়ে আসে। তদন্ত শুরু হয়েছে বলে বাগরাকোট সেনা ব্রিগেডের তরফে জানানো হয়েছে।