উত্তরবঙ্গ থেকে চলবে এমন তিনটি সাপ্তাহিক অমৃত ভারত ট্রেনের ঘোষণা হল। ভোটের মুখে তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। শুক্রবার দুপুরে বন্দে ভারত স্লিপার ট্রেনের সময়সূচি প্রকাশ করেছিল রেল। শুক্রবার রাতে আলিপুরদুয়ার থেকে দু’টি অমৃত ভারত এক্সপ্রেসের ঘোষণা হয়েছে। তার একটি মহারাষ্ট্রের পানভেল যাবে অন্যটি বেঙ্গালুরু। শনিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেছেন, বালুরঘাট-বেঙ্গালুরু আরও একটি অমৃত ভারত এক্সপ্রেস চালু হচ্ছে। যেগুলির উদ্বোধন হবে ১৭ জানুয়ারি। সে দিনই মালদহ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সব কটি ট্রেন উদ্বোধন করার কথা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত এ নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন। জবাব দিয়েছে তৃণমূলও।
এ দিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত বলেন, “১৭ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদহের সভা থেকে বালুরঘাট-বেঙ্গালুরু ট্রেনটির সরকারি ঘোষণা করবেন। এটা আমাদের বহুদিনের স্বপ্ন ছিল। আমি কথাও দিয়েছিলাম যে বালুরঘাট থেকে বেঙ্গালুরুতে ট্রেন চালাব।” এর পরেই সুকান্তর মন্তব্য, “একজন নেতা (অভিষেক) এসেছিলেন। তিনি বলে গিয়েছিলেন যে, সুকান্ত মজুমদার যদি কথা দিয়ে কথা রাখে, তা হলে বিজেপিকে ভোট দেবেন। তাই আমি তৃণমূলের নেতা-কর্মীদেরও বলব যে, সুকান্ত মজুমদার কথা রেখেছে, ভোটটা বিজেপিকে দিতে হবে।” দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের নেতা তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্রের অভিযোগ, “জেলায় কর্মসংস্থানের লক্ষ্যে সুকান্ত একটিও প্রকল্প করেননি। বুনিয়াদপুরে রেলের ওয়াগন কারখানা চালুর বদলে বন্ধ হয়ে গিয়েছে। ভোটের আগে উনি (সুকান্ত) ও বিজেপি একটি করে নতুন ট্রেন চালুর কথা ঘোষণা করেন।”
সুকান্ত দাবি করেছেন, উত্তরবঙ্গের জন্য একগুচ্ছ নতুন ট্রেন চালু হতে চলেছে। আলিপুরদুয়ার থেকে ঘোষণা করা নতুন দু’টি অমৃত ভারত এক্সপ্রেসের একটি আলিপুরদুয়ার থেকে প্রতি সোমবার রাত দশটা পঁচিশ মিনিটে ছেড়ে বৃহস্পতিবার রাতে বেঙ্গালুরু পৌঁছবে। শনিবার সকালে বেঙ্গালুরু থেকে ছেড়ে সোমবার সকালে আলিপুরদুয়ার পৌঁছবে। অন্যটি বৃহস্পতিবার ভোরে আলিপুরদুয়ার থেকে ছেড়ে শনিবার ভোরে পানভেল পৌঁছবে এবং সোমবার পনভেল থেকে ছেড়ে বুধবার দুপুরে আলিপুরদুয়ার পৌঁছবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)