Advertisement
E-Paper

জল বেড়েছে গঙ্গায়, মালদহ ডিভিশনে বাতিল বেশ কয়েকটি ট্রেন

ভাগলপুর, সাহেবগঞ্জ, জামালপুর, জয়নগর এবং মুঙ্গেরের বেশ কিছু রুটের ট্রেন বাতিল করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২১ ২০:১৫
কালভার্টের উপর রেললাইন।  নীচ দিয়ে বইছে জল।

কালভার্টের উপর রেললাইন। নীচ দিয়ে বইছে জল। নিজস্ব চিত্র।

গঙ্গায় বেড়েছে জল। এর জেরে মালদহের বেশ কিছু জায়গায় রেললাইনের পাশ দিয়েই বইছে নদীর জল। তাই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে মালদহ রেল ডিভিশন। প্যাসেঞ্জার ট্রেন বাতিলের পাশাপাশি বেশ কয়েকটি দুরপাল্লার ট্রেনের রুটও পরিবর্তন করা হয়েছে।

মালদহ রেলওয়ে ডিভিশনের ডিআরএম যতীন্দ্র কুমার বলেছেন, ‘‘বিহারে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। সাহেবগঞ্জ থেকে ভাগলপুর এবং ভাগলপুর থেকে জামালপুর রেললাইনে রয়েছে গঙ্গার পাড়় ঘেষে। তাই আমরা বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেন বাতিল করেছি।’’ জানা গিয়েছে, বৃহস্পতিবার ১৩টি ট্রেন বাতিল করা হয়েছে।

মালদহ থেকে ব্রহ্মপুত্র মেল কাঠিহার হয়ে দিল্লি যাচ্ছে। ভাগলপুর, সাহেবগঞ্জ, জামালপুর, জয়নগর এবং মুঙ্গেরের বেশ কিছু রুটের ট্রেন বাতিল করা হয়েছে। জল কমলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে রেলের তরফে।

Railline Indian Rail
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy