আর্থিক সহায়তা না-মেলায় কেন্দ্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী যেমন সরব, একই কারণে রাজ্য সরকারের তরফে শিলিগুড়ি পুরসভাকে প্রাপ্য অর্থ বরাদ্দ না-দেওয়ায় তিনি সরব হয়েছেন বলে জানান মেয়র অশোক ভট্টাচার্য। বিধানসভায় বিরোধীদের নিয়ে তাঁরা এ ব্যাপারে সরব হবেন বলেও জানান। পুরসভার বাম কাউন্সিলরদের প্রতিনিধি দল রাজ্যের কাছে পাঠানোর কথাও জানান তিনি। রবিবার হিলকার্ট রোড়ে দলের জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ‘‘রাজ্যে এখন এক দল আর তাদের স্বৈরাচারতন্ত্র চলছে। কেন্দ্র রাজ্যকে আর্থিক সহায়তা না-করলে যেমন চলবে না, তেমনই রাজ্য পুরসভাকে আর্থিক সাহায্য করবে। এটা দয়া ভিক্ষে নয়। পুরসভার প্রাপ্য। কেন্দ্রের বিরুদ্ধে যেমন মুখ্যমন্ত্রী আন্দোলনের ডাক দিয়েছেন আমরাও একই কারণে আন্দোলন করছি ওঁর বিরুদ্ধে।’’
পর্যটন মন্ত্রী তথা তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি গৌতম দেব বলেন, ‘‘এ সব কথার কোনও উত্তরদিতে চাই না। আন্দোলনের সাংবিধানিক অধিকার সকলের আছে।’’ পর্যটনমন্ত্রীর দাবি, মেয়র যেটা বলছেন তা ঠিক নয়। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর এবং শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের তরফে অন্তত ২০০ কোটি টাকার বিভিন্ন কাজ করে দেওয়া হয়েছে শিলিগুড়ি পুর এলাকায়। স্থায়ী সম্পদ তৈরি করে দেওয়া হয়েছে। তা দিয়ে বছরে অন্তত ১৪ কোটি টাকা খরচ বিভিন্ন ভাবে বাঁচবে পুরসভার। সেটা টাকা প্রকারান্তরে পুরসভা পাচ্ছে বলেই মনে করেন তিনি।
মেয়রের ক্ষোভ, রাজ্য আইন, গণতন্ত্র মানতে চাইছে না। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ব্যবস্থা মানতে চাইছে না। তারা চাইছে একদল দিয়েই চালাতে। মেয়র জানান, তিনি আত্মসমর্পণ করতে, পায়ে ধরতে পারবেন না। প্রাপ্য চেয়ে বারবার চিঠি দিয়েছেন। সে সব চিঠির সঙ্কলন বার করবেন। তাঁর কথায়, ‘‘এই অন্যায়ের বিরুদ্ধে সকলকে রাস্তায় নামতে বলছি। এটা শুধু আমাদের লড়াই নয়, সকলকে নিয়েই করতে হবে।’’