আগামী ৭ জানুয়ারি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে জনসভা করতে আসছেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। গঙ্গারামপুর স্টেডিয়ামের মাঠে হবে সেই জনসভা। সোমবার সেই সভাস্থল পরিদর্শন করল জেলা তৃণমূল নেতৃত্ব এবং পুলিশ প্রশাসন। কিছুদিন আগে পতিরামে জনসভা করে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই সভায় যথেষ্ট ভিড় হয়েছিল। সেই সভার পাল্টা হিসেবে অভিষেকের সভায় কত ভিড় হয়, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।
এ দিন সভাস্থলে যান তৃণমূল জেলা সভাপতি গৌতম দাস, মন্ত্রী বাচ্চু হাঁসদা, জেলার কো-অর্ডিনেটর ললিতা টিজ্ঞা, সুভাষ চাকী, যুব তৃণমূলের জেলা সভাপতি অম্বরীশ সরকার। জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত ও গঙ্গারামপুর থানার পুলিশ কর্মীরাও উপস্থিত ছিলেন। তৃণমূল সূত্রে খবর, অভিষেকের সভায় প্রায় দু’লক্ষ কর্মী-সমর্থক হাজির করার লক্ষ্যে প্রচার চলছে। প্রতিদিন জেলার আটটি ব্লক ও তিনটি শহরের প্রতিটি অঞ্চল ও ওয়ার্ডে প্রচার চলছে।
এ দিন গৌতম বলেন, ‘‘এর আগে জেলাতে এমন সভার আয়োজন হয়নি। সাধারণ মানুষ যে তৃণমূলের সঙ্গেই রয়েছেন, ভিড়ই সে কথা বলে দেবে।’’ এ দিকে, ওই সভাতেই বহিষ্কৃত কিছু নেতাকে দলে ফেরানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন গৌতম। তালিকায় হরিরামপুরের সোনা পাল, কুশমণ্ডির সুনির্মলজ্যোতি বিশ্বাসরা রয়েছেন বলে খবর। যদি এই নেতাদের দলে ফিরিয়ে নেওয়া হয় তাহলে জেলার রাজনৈতিক সমীকরণ পাল্টে যাবে বলে পর্যবেক্ষকদের ধারণা। জেলা সভাপতি বলেন, ‘‘এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। একটা আলোচনা চলছে। সিদ্ধান্ত হলে সভার দিনই স্পষ্ট হয়ে যাবে।’’