Advertisement
০৫ মে ২০২৪

হাজির হুজুর

দার্জিলিং • জেলাশাসকের দফতর: ৯৫%।

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৬ ০১:৪৪
Share: Save:

দার্জিলিং • জেলাশাসকের দফতর: ৯৫%।

শিলিগুড়ি • উত্তরবঙ্গ উন্নয়ন দফতর: ৯৫%। অনুপস্থিত দু’জন সরকারি কাজে কলকাতায়। মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহারে।

• শিলিগুড়ির মহকুমা শাসকের দফতর: ৯৮%। অনুপস্থিত ২। এক জনের মাতৃত্বকালীন ছুটি, অন্য জন সরকারি কাজে।

• শিলিগুড়ি মহকুমা পরিষদ: ৯৭%। বামপন্থী সভাধিপতি আসেননি। সরকারি ভাবে জানানো হয়েছে, তিনি অসুস্থ।

• শিলিগুড়ি পুরসভা: ৮০%। মেয়র অশোক ভট্টাচার্য বন্‌ধ সমর্থনে পথে বসে পড়ায় আটক করে পুলিশ।

• এসজেডিএ: ৯৬%। দু’জন আগে থেকে অসুস্থতার কারণে ছুটিতে, দাবি কর্তৃপক্ষের।

দক্ষিণ দিনাজপুর • জেলাশাসকের দফতর: ১০০% • বালুরঘাট পুরসভা: ৯৩% • জেলা পরিষদ: ৯২%

মালদহ • জেলা প্রশাসনিক দফতর: ৯৭.৫%
• পুরাতন মালদহ পুরসভা: ৯৫%
• ইংরেজবাজার পুরসভা: ৯৮%
• গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়: ৯০%

আলিপুরদুয়ার • জেলাশাসকের দফতর, জেলা পরিষদ, আলিপুরদুয়ার পুরসভা: ১০০%

উত্তর দিনাজপুর • জেলাশাসকের দফতর: ৯৮% • রায়গঞ্জ পুরসভা: ১০০% • জেলা পরিষদ: ৯৯%

কোচবিহার • জেলাশাসকের দফতর: ৯৯% • উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের সদর: ৯৯% • দিনহাটা মহকুমা শাসকের দফতর: ১০০% • সদর মহকুমা শাসকের দফতর: ৯৬%

জলপাইগুড়ি • জেলাশাসকের দফতর: ৯৯% • জেলা পরিষদ: ৯৭% • জলপাইগুড়ি পুরসভা: ৯৫%

বন্‌ধ টুকরো

• ভিড় কম, তাই সাফসুতরো করা হল শিলিগুড়ি মহকুমা শাসকের দফতর।

• সারা দিনই ‘ভিজিটিং আওয়ারস’ শিলিগুড়ি মহকুমা পরিষদের অতিরিক্ত কার্যনির্বাহী আধিকারিকের।

• রাজাভাতখাওয়া পানিঝোরা পিভি প্রাথমিক স্কুলে পড়ুয়ারা হাজির। প্রধান শিক্ষকই এলেন না, স্কুলও হল না।

• বন্‌ধের সমর্থনে পোস্টার ছিল, কিন্তু পিকেটাররা ছিলেন না। স্বাভাবিক কাজ হয়েছে কোচবিহার চকচকা শিল্প কেন্দ্রে।

• সকাল আটটায় শুরু হয় রায়গঞ্জ মহকুমা তথ্য সংস্কৃতি দফতর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Government officials Bandh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE