Advertisement
০৭ অক্টোবর ২০২৪
Bagdogra International Airport

Bagdogra International Airport: টানা ১৫ দিন বন্ধ থাকার পর বিমান চলাচল শুরু বাগডোগরা বিমানবন্দরে

বিমানবন্দর সূত্রের খবর, মার্চ মাসে রানওয়েতে একাধিক বার ফাটল ধরা পড়েছিল। সে জন্য এখানে বিমান ওঠামানা বন্ধ রাখা ছিল।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
দার্জিলিং শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২২ ১৭:৫২
Share: Save:

মেরামতির জন্য একটানা ১৫ দিন বন্ধ খাকার পর অবশেষে খুলে দেওয়া হল বাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দর। মঙ্গলবার সকাল থেকে এই বিমানবন্দর থেকে আবারও বিমান ওঠানামা করেছে।

রানওয়েতে মেরামতির জন্য ১১ এপ্রিল থেকে বাগডোগরা বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল। তবে বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, মঙ্গলবার থেকে ফের বিমান চলাচল স্বাভাবিক হবে। সেই ঘোষণা অনুযায়ী, প্রায় নতুন রানওয়েতে মঙ্গলবার সকাল ৮টা নাগাদ বেঙ্গালুরু থেকে বিমান অবতরণ করে।

বিমানবন্দর সূত্রের খবর, মার্চ মাসে রানওয়েতে একাধিক বার ফাটল ধরা পড়েছিল। সে জন্য এখানে বিমান ওঠামানা বন্ধ রাখা ছিল। যার জেরে দুর্ভোগ বেড়েছিল বহু যাত্রীর। বিড়ম্বনায় পড়েছিলেন বন্দর কর্তৃপক্ষও। এর পরই রানওয়ে মেরামতির সিদ্ধান্ত নেওয়া হয়। টানা ১৫ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে আবারও চালু হল বিমান চলাচল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE