Advertisement
১১ মে ২০২৪

বাচ্চুকে দেখেই দাবি, চাকরি চাই

শনিবার রাতে বালুরঘাট ব্লকের পতিরাম এলাকার ঘটনা। মন্ত্রীকে কাছে পেয়ে তৃণমূলের পুরনো কর্মীরাও নালিশ জানান।

দিদিকে বলো: প্রচারে বাচ্চু হাঁসদা। বালুরঘাটে শনিবার। নিজস্ব চিত্র

দিদিকে বলো: প্রচারে বাচ্চু হাঁসদা। বালুরঘাটে শনিবার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
পতিরাম  শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৯ ০৫:৩০
Share: Save:

কাজ নেই, কাজ চাই। ‘দিদিকে বলো’ কর্মসূচির প্রচারে গ্রামে গিয়ে দলের একাংশ কর্মী-সমর্থকের এমনই অস্বস্তিকর দাবির মুখে পড়তে হল তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিবন্ধী বাচ্চু হাঁসদাকে।

শনিবার রাতে বালুরঘাট ব্লকের পতিরাম এলাকার ঘটনা। মন্ত্রীকে কাছে পেয়ে তৃণমূলের পুরনো কর্মীরাও নালিশ জানান। তাঁদের অভিযোগ, দলে থেকেও তাঁরা কোনও পাত্তা পান না। অনেক শিক্ষিত তরুণ-তরুণীর কোনও কাজ নেই বলে প্রতিমন্ত্রীকে নালিশ শুনতে হয়। বাচ্চু বলেন, ‘‘এলাকার রাস্তা, নিকাশি ও পানীয় জলের সুষ্ঠু বন্দোবস্ত করতে অনেক বাসিন্দা অভিযোগ ও দাবি জানান। তবে কাজ চেয়ে মানুষের দাবি ছিল বেশি।’’

তিনি জানান, ঘরে ঘরে গিয়ে কর্মসংস্থানের দাবি শুনতে হচ্ছে। ‘দিদিকে বলো’ ফোন নম্বরে অনেকে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে অভিযোগ তুলে ধরছেন। শুক্রবার রাতে বালুরঘাটের পতিরামের আমতলা এলাকার বাড়িতে গিয়ে প্রচার করেন বাচ্চু। তাঁর সঙ্গে এ দিন ছিলেন স্থানীয় নেতা গৌতম সরকার, পার্থ ঘোষ, সঞ্জিত মণ্ডল এবং অনিমা সরকার। প্রচার সেরে তপনের বিধায়ক রাত কাটান স্থানীয় তৃণমূল নেতা পার্থ ঘোষের বাড়িতে। শনিবার সকালে ফের প্রচার অভিযান শুরু করেন তিনি।

দক্ষিণ দিনাজপুরে দলের জেলা সভানেত্রী অর্পিতা ঘোষ জানান, আজ, রবিবার সকালে তিনি বালুরঘাটে ফিরবেন। ইতিমধ্যেই পূর্বঘোষিত ২ অগস্ট থেকে ‘দিদিকে বলো’ অভিযান এবং কালো টাকা ফেরানোর দাবিতে আন্দোলন শুরু হয়েছে। আন্দোলনকে আরও জোরদার করে তোলা হবে বলে অর্পিতার দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Bachchu Hansda
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE