Advertisement
০২ মে ২০২৪

বিক্ষুব্ধরাই উদ্বেগ শাসক দলের

আলিপুরদুয়ারে আজ শাসক দলের সঙ্গে বিরোধীদের টক্কর কোন পর্যায়ে পৌঁছয় তা নিয়ে চিন্তা রয়েছে প্রশাসনে। রবিবার বিভিন্ন এলাকা ঘুরে তৃণমূল নেতারা দলের কর্মীদের রাত জাগার পরামর্শ দেন৷

তোড়জোড়: বুথে যাওয়ার আগে নিরাপত্তারক্ষীদের অস্ত্র বিতরণ হচ্ছে। ময়নাগুড়ি হাইস্কুলের ভোটকেন্দ্রে। রবিবার। ছবি: দীপঙ্কর ঘটক

তোড়জোড়: বুথে যাওয়ার আগে নিরাপত্তারক্ষীদের অস্ত্র বিতরণ হচ্ছে। ময়নাগুড়ি হাইস্কুলের ভোটকেন্দ্রে। রবিবার। ছবি: দীপঙ্কর ঘটক

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ মে ২০১৮ ০২:২৩
Share: Save:

আজ, ভোট চলাকালীন কোথাও বিক্ষুব্ধ প্রার্থী, আবার কোথাও বিরোধীদের নিয়ে উদ্বেগে শাসক দল। দিনহাটা থেকে মেখলিগঞ্জ— অনেক জায়গাতেই প্রচারের শেষ পর্বে বিক্ষুব্ধদের সমর্থনে মিছিলে সামিল হয়েছিল দলীয় কর্মীদেরই একটি অংশ। দলের রাজ্য সভাপতির সুব্রত বক্সির আর্জির পরেও পিছু হঠেননি বিক্ষুব্ধ প্রার্থীরা। নির্দল হিসেবেই প্রচার চালিয়ে গিয়েছেন তাঁরা। পুলিশ ও প্রশাসনের আশঙ্কা, দিনহাটা, শীতলখুচি থেকে মেখলিগঞ্জের মতো জায়গায় সংঘর্ষ চরম আকার নিতে পারে।

অন্যদিকে, আলিপুরদুয়ারে আজ শাসক দলের সঙ্গে বিরোধীদের টক্কর কোন পর্যায়ে পৌঁছয় তা নিয়ে চিন্তা রয়েছে প্রশাসনে। রবিবার বিভিন্ন এলাকা ঘুরে তৃণমূল নেতারা দলের কর্মীদের রাত জাগার পরামর্শ দেন৷ আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেস বিধায়ক সৌরভ চক্রবর্তীর অভিযোগ, বিজেপির দুই নেতা ইতিমধ্যে অর্থ-সহ ধরা পড়েছেন৷ এই পরিস্থিতিতে ওরা যাতে টাকাপয়সা বিলি করতে না পারে সেজন্য জেলার সর্বত্র রাত জেগে মশাল হাতে পাহারায় নামার জন্য দলের কর্মীদের বলা হয়েছে৷ তৃণমূলের অভিযোগ উড়িয়ে বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মার পাল্টা অভিযোগ, ‘‘পুলিশকে সঙ্গে নিয়ে ওরা আমাদের আমাদের ওপর যেভাবে পাড়ছে সন্ত্রাস চালাচ্ছে৷ এলাকায় কাউকে থাকতে দিচ্ছেনা৷ ভোটের দিন সন্ত্রাস হলে তার যাতে প্রতিরোধ হয় সে কথা কর্মীদের বলেছি৷’’ যুযুধান দুই পক্ষের একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগকে ঘিরে রীতিমত উত্তাপ বাড়ছে আলিপুরদুয়ারে৷ যা নিয়ে চিন্তা বাড়ছে জেলার পুলিশকর্তাদের একাংশের মধ্যেও৷ এই পরিস্থিতিতে আজ শান্তি বজায় রাখতে জেলা জুড়ে নজরদারি যতটা বেশি সম্ভব বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জেলার পুলিশকর্তারা৷

তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “জোড়াফুল চিহ্নের প্রার্থীদেরই ভোট দেবেন মানুষ। যারা তৃণমূল করেও নির্দল হিসেবে দাঁড়িয়েছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল।” যুব তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, “জোড়াফুল প্রতীক আমাদের। ওই চিহ্নে ভোট দিতে হবে সবাইকে। সেই প্রচার আমরা টানা করেছি।।” বিক্ষুব্ধ প্রার্থীরা অবশ্য কেউই ময়দান ছাড়তে রাজি নন। তাঁদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তৃণমূলের প্রতীক পাওয়া কিছু লোকজন সন্ত্রাস তৈরির চেষ্টা করছে। দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র মজুত করেছে। বিরোধীরাও অভিযোগ তুলেছেন, দিনহাটা-সহ জেলার একাধিক জায়গায় তৃণমূল সন্ত্রাস তৈরির চেষ্টা করছে।

আলিপুরদুয়ার জেলা পুলিশ সূত্রের খবর, আজ জেলার প্রতিটি বুথেই একজন করে সশস্ত্র পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ার মোতায়েন হবে৷ জেলার পুলিশ কর্তারা জানিয়েছেন, এই ক্লাস্টার মোবাইল টিমের গঠন এবারই প্রথম আলিপুরদুয়ারে হয়েছে৷ মূলত সিকিম থেকে আসা পুলিশ কর্মীদের নিয়ে গঠিত দশটি ক্লাস্টার মোবাইল টিমকে স্পর্শকাতর এলাকায় মোতায়েন করা হবে৷

পুলিশ সূত্রের খবর, এর বাইরেও প্রতিটি থানাতে পুলিশ ও রাফ রিজার্ভে রাখা থাকবে৷ প্রয়োজনে তাদের ব্যাবহার করা হবে৷ আলিপুরদুয়ারের পুলিশ সুপার আভারু রবীন্দ্রনাথ বলেন, এবারের নির্বাচনে জেলা জুড়ে নজরদারি অনেকটাই বাড়ানো হয়েছে৷ সেইসঙ্গে পুলিশের টহলও বেশি করে হবে৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE