Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ভাই বাপ্পার হয়ে প্রচারে ঝড় তুলছেন পাপিয়া

পাপিয়া বলেন, “ভাই প্রার্থী হওয়ায় একটা অন্য অনূভুতি হচ্ছে। মনে হচ্ছে আমি নিজেই লড়ছি। বাপ্পাই আমাকে প্রচারের কর্মসূচি সাজিয়ে দিচ্ছে। অন্য প্রার্থীদের হয়েও অবশ্য যাচ্ছি।”

দিদি: ভাই পঙ্কজের পাশে দিদি পাপিয়া। ছবি: হিমাংশুরঞ্জন দেব

দিদি: ভাই পঙ্কজের পাশে দিদি পাপিয়া। ছবি: হিমাংশুরঞ্জন দেব

অরিন্দম সাহা
কোচবিহার শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৮ ১৬:৫৭
Share: Save:

রাজনীতির সঙ্গে তাঁদের পরিচয় সেই ছোটবেলা থেকেই। বাবাকে দেখেছেন রাত-বিরেতেও রাজনীতির কাজে নানা জায়গায় ছুটতে। ছোট থেকেই দেখেছেন, বাড়িতে যখন তখন লোক আসছেন। বাবা তাঁদের কথা মন দিয়ে শুনছেন।

সেই ভাই-বোন এ বার নিজেরাই ভোট ময়দানে। ভাই ‘বাপ্পা’র হয়ে প্রচারে ঝড় তুলছেন দিদি। কোচবিহারে এ বারের পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের আসনে প্রার্থী হয়েছেন পঙ্কজ ঘোষ। বাড়িতে যিনি বাপ্পা নামেই পরিচিত। তাঁর হয়ে প্রচারে ঝড় তুলছেন দিদি পাপিয়া ঘোষ। তাঁদের বাবা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

বাবার সমর্থনেই ভাই-বোনের ওই জুটির প্রচারে হাতেখড়ি হয়েছিল। বাবার ব্যস্ততা অনেকটা বেড়েছে, জেলা জুড়ে ছুটতে হচ্ছে তাঁকে। তাই ছেলে বাপ্পার হয়ে এ বার বাবা রবীন্দ্রনাথ ঘোষের তেমন সময় নেই। দিদি সেই খামতিটা বুঝতেই দিচ্ছেন না। সব মিলিয়ে ভাই-বোনের ওই জুটিকে ঘিরে রাহুল-প্রিয়ঙ্কা গাঁধীর ছায়া দেখছেন রাজনৈতিক মহলের অনেকই। প্রচারে এ বার ব্যাপক সাড়াও ফেলে দিয়েছেন দুজনে।

পরিবার সূত্রেই জানা গিয়েছে, বিবাহ সূত্রে শিলিগুড়িতে থাকেন পাপিয়া। কিন্তু বিধানসভা ভোট এলেই বাবার জন্য ছুটে আসতেন কোচবিহারে। নাটাবাড়ি কেন্দ্রের অলিগলিতে সভা করেছেন। পরে ভাই বাপ্পাকেও তাঁর হাত ধরে বাবার হয়ে ভোট প্রচার শুরু করেছেন।

পাপিয়া বলেন, “ভাই প্রার্থী হওয়ায় একটা অন্য অনূভুতি হচ্ছে। মনে হচ্ছে আমি নিজেই লড়ছি। বাপ্পাই আমাকে প্রচারের কর্মসূচি সাজিয়ে দিচ্ছে। অন্য প্রার্থীদের হয়েও অবশ্য যাচ্ছি।” পঙ্কজবাবু বলেন, “আমি কিন্তু বড়দির হাত ধরেই রাজনীতির কাজে প্রথম নেমেছি। প্রচারে বাবার হয়ে দিদির সঙ্গে প্রথম বেরোনো। তাই দিদিকে পাশে পাওয়া একটা বড় ভরসার মতো।”

রবীন্দ্রনাথবাবুর অন্য দুই মেয়েরও বিয়ে হয়ে গিয়েছে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, পাপিয়া-পঙ্কজ আগেও প্রচার করেছেন বিভিন্ন নির্বাচনে। তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথবাবুর বিধানসভা নির্বাচনে নাটাবাড়ি এলাকা চষে বেড়ান তাঁরা। গত লোকসভা ভোটেও প্রচারে দেখা গিয়েছে তাদের। এবার নিজের নির্বাচনী এলাকার বাইরেও নাটাবাড়ি বিধানসভার বিভিন্ন জায়গায় দলের প্রার্থীদের হয়ে প্রচার করছেন পঙ্কজ-পাপিয়া। গত কয়েক দিনে দুই ভাইবোন মিলে অন্তত ৩০টি সভা করেছেন। এ ছাড়াও বাড়ি বাড়ি ঘুরেও প্রচার করছেন তাঁরা। ছেলেমেয়েদের ওই ভূমিকা দেখে খুশি তাদের বাবা রবীন্দ্রনাথবাবু। তিনি বলেন, “ওরা দুজনেই মমতা বন্দোপাধ্যায়ের আদর্শে উদ্বুদ্ধ। দলের একনিষ্ঠ কর্মী। আগেও প্রচার করেছে।”

এক সময় চাকরি সূত্রে আমেরিকায় থাকতেন পঙ্কজবাবু। তাঁর সঙ্গে পাপিয়াকে যৌথভাবে প্রচারে পেয়েছেন যাঁরা, তাঁদের এ কজন জেলা পরিষদের তৃণমূল প্রার্থী শুচিস্মিতা দেবশর্মা। তিনি বলেন, “রাজনীতির পরিসরে বেড়ে ওই ওঠা দুজনকে পাশে পাওয়া বড় প্রাপ্তি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE