Advertisement
২৩ এপ্রিল ২০২৪
TMC

BJP: ধূপগুড়িতে বিজেপি-তে ভাঙন, পঞ্চায়েত সমিতির সদস্য-সহ অনেকে যোগ দিলেন তৃণমূলে

উত্তরবঙ্গে ধাক্কা খেল বিজেপি। ধূপগুড়িতে বিজেপি-র পঞ্চায়েত সমিতির সদস্য-সহ ৩০০ পরিবার দলবদল করেছে বলে দাবি তৃণমূলের।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ।

নিজস্ব সংবাদদাতা
ধূপগুড়ি শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ১৯:১৬
Share: Save:

উত্তরবঙ্গে ধাক্কা খেল বিজেপি। ধূপগুড়িতে বিজেপি-র পঞ্চায়েত সমিতির সদস্য, মণ্ডল সভাপতি-সহ ৩০০ পরিবার দলবদল করেছে বলে দাবি তৃণমূলের। দলীয় নেতাদের জোড়াফুল শিবিরে যোগ দেওয়ার কথা মেনে নিয়েছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাও।
মঙ্গলবার অবিভক্ত ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য উমেশ যাদব-সহ অনেকে তৃণমূলে যোগ দিয়েছেন। বানারহাট ব্লকের প্রায় এক ঝাঁক নেতাকর্মী দলত্যাগ করায় বিজেপি-র অস্তিত্বের সঙ্কটে রয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী বুলু চিক বরাইক। বিজেপি থেকে তৃণমূলে যাওয়া উমেশ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি এলাকার উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে চান।

এ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা বলেন, ‘‘যাঁরা দলবদল করলেন তাঁদের জন্য দলের কোনও ক্ষতি হবে না। বরং দলের ভাল হবে। আমাদের সংগঠন খুব মজবুত রয়েছে ডুয়ার্সে। আমরা পঞ্চায়েত নির্বাচনে বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত দখল করলেও ভয় দেখিয়ে অর্থের প্রলোভন দেখিয়ে জয়ী প্রতিনিধিদের তৃণমূলে যোগদান করানো হয়। তার পরেও আমরা বিধানসভা নির্বাচনে এবং লোকসভা নির্বাচনে জয়ী হয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC BJP Dhupguri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE