Advertisement
১৮ এপ্রিল ২০২৪

ফের নীল তিমি, দাবি

পুলিশকে সব জানানোর পাশাপাশি বুধবার অভিভাবকদের নিয়ে বৈঠক ডেকেছেন স্কুল কর্তারা৷ ওই ছাত্র দাবি করেছে, একাদশ শ্রেণির আর এক ছাত্র ব্লু হোয়েল গেম খেলছে৷ খেলার একটা ধাপ হিসাবে তাকে হাতের মধ্যে এফ ৪৭ লিখে পাঠাতে বলা হয়েছে৷ কিন্তু ওই ছাত্র নিজে হাত না কেটে তাকে হাত কাটতে বলে এবং সেই বন্ধুর কথাতেই হাত কেটে সেই ছবি বন্ধুকে দেয় সে৷

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৭ ০৩:২০
Share: Save:

ব্লু হোয়েল আতঙ্ক ছড়াল নাগরাকাটার একটি স্কুলে। ওই স্কুলের একাদশ শ্রেণির এক ছাত্র হাত কেটে এফ ৪৭ লিখেছে। তাতে রটে যায় ওই ছাত্র ব্লু হোয়েল খেলার জন্যই এমন কাণ্ড করেছে। চিন্তায় পড়ে গিয়েছেন স্কুল কর্তৃপক্ষও।

পুলিশকে সব জানানোর পাশাপাশি বুধবার অভিভাবকদের নিয়ে বৈঠক ডেকেছেন স্কুল কর্তারা৷ ওই ছাত্র দাবি করেছে, একাদশ শ্রেণির আর এক ছাত্র ব্লু হোয়েল গেম খেলছে৷ খেলার একটা ধাপ হিসাবে তাকে হাতের মধ্যে এফ ৪৭ লিখে পাঠাতে বলা হয়েছে৷ কিন্তু ওই ছাত্র নিজে হাত না কেটে তাকে হাত কাটতে বলে এবং সেই বন্ধুর কথাতেই হাত কেটে সেই ছবি বন্ধুকে দেয় সে৷ যদিও এই ভাবে ব্লু হোয়েল খেলা যায় না বলে মনে করছেন সাইবার ক্রাইমের তদন্তে যুক্ত একাধিক ব্যক্তি। ঠিক কী হয়েছে, তা জানতে পুলিশকে অনুরোধ করা হয়েছে। ওই ছাত্রের বাবা পেশায় গাড়ি চালক৷ মা গৃহবধূ৷ তাঁরাও স্কুল কর্তৃপক্ষকে অভিযোগ করেন, এক বন্ধুর কথাতেই তাঁদের ছেলে এই কাজ করেছে৷ প্রধান শিক্ষক পিনাকী সরকার বলেন, কী হয়েছে, আমরা খতিয়ে দেখছি। ওই ছাত্রের কাউন্সেলিং করা হবে৷ একাদশ শ্রেণির সব ছাত্রকে নিয়েই কাউন্সেলিং করা হবে৷ নাগরাকাটা থানার এক পুলিশ কর্তা বলেন, স্কুলের তরফে বিষয়টি এদিন থানাকে জানানো হয়েছে৷ তবে তাঁরা কোনও ছাত্রের নাম জানাননি৷ তিনি বলেন, ‘‘আমরা স্কুল কর্তৃপক্ষকে বলেছি ছাত্রদের নিয়ে কাউন্সেলিং করতে৷ অভিভাবকদের নিয়ে বৈঠক ডাকতে৷ আমরাও ওই কাউন্সেলিং ও বৈঠকে যাব৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Blue Whale ব্লু হোয়েল
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE