চোর সন্দেহে মহিলাকে মার
চোর সন্দেহে শিশু কোলে এই মহিলাকে বৃহস্পতিবার ঘিরে ধরে মারধর করে জনতা। এ দিন দুপুর সাড়ে ১২টা নাগাদ মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে এই ঘটনা ঘটে। মারধর করা হয় তার সঙ্গে থাকা এক কিশোরীকেও। রোগী সেজে টিকিটের লাইনে দাঁড়ানো এক মহিলার কাছ থেকে তাঁরা টাকার ব্যাগ ছিনিয়ে নেন বলে অভিযোগ। অমানবিক এই ঘটনায় প্রতিবাদ করতেও এগিয়ে আসেন অনেকে। গোলমাল চলাকালীন শিশুটিকে নিয়ে পালিয়ে যান ওই মহিলা। পরে পুলিশ গিয়ে কিশোরীটিকে উদ্ধার করে। কিন্তু যারা এই মারধরে জড়িত তাদের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ।