Advertisement
E-Paper

টুকরো খবর

নিয়মের বেড়াজালে এক ঘণ্টার দূরত্ব পার হতে সময় লাগছে একদিন। রোগ নির্ণয়ে অযথা দেরিতে উদ্বিগ্ন মালবাজারের বাসিন্দারা। জাপানি এনসেফ্যালাইটিস পরীক্ষার জন্য মালবাজার থেকে রক্তের নমুনা কেন ঘুরপথে জলপাইগুড়ি হয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। মালবাজার থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সরাসরি দূরত্ব ৬৫ কিলোমিটার। পৌঁছতে সময় লাগে বড়জোর দেড়ঘণ্টা।

শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৪ ০০:৪৭

ঘুরপথে রক্ত, ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা • মালবাজার

নিয়মের বেড়াজালে এক ঘণ্টার দূরত্ব পার হতে সময় লাগছে একদিন। রোগ নির্ণয়ে অযথা দেরিতে উদ্বিগ্ন মালবাজারের বাসিন্দারা। জাপানি এনসেফ্যালাইটিস পরীক্ষার জন্য মালবাজার থেকে রক্তের নমুনা কেন ঘুরপথে জলপাইগুড়ি হয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। মালবাজার থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সরাসরি দূরত্ব ৬৫ কিলোমিটার। পৌঁছতে সময় লাগে বড়জোর দেড়ঘণ্টা। কিন্তু প্রতিদিন নাগরাকাটা, মালবাজার,ও মেটেলি ব্লক থেকে সংগৃহিত রক্ত সম্পূর্ণ অন্যদিকে ৬৫ কিলোমিটার দূরের জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এরপর এই হাসপাতালের ল্যাব অ্যাসিসটেন্ট ব্লক ভিত্তিক তালিকা তৈরি করে রক্তের নমুনা পাঠাচ্ছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। এইভাবে ঘুরপথে এনসেফ্যালাইটিসের রক্ত পরীক্ষার জন্য পৌঁছতে এক দিন পেরিয়ে যাচ্ছে। স্বাস্থ্যকর্তাদেরই একাংশের বক্তব্য, যেহেতু এনসেফ্যালাইটিস নিয়ে রেড এলার্ট চলছে, ডুয়ার্সের বিভিন্ন ব্লক থেকে রক্তের নমুনা সংগ্রহ করে তা সরাসরি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছোনোর জন্যে একটি পৃথক গাড়ির ব্যবস্থা করা উচিৎ । রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথী জানান, কেন রক্তের নমুনা ঘুরপথে জলপাইগুড়ি হয়ে যাচ্ছে তা খোঁজ নেবেন তিনি। দ্রুত যাতে মালবাজারের বিভিন্ন ব্লকের রক্তের নমুনা সরাসরি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা যায় তা দেখা হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।

বার কাউন্সিলের আলোচনাসভা

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

উত্তরবঙ্গের বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের সমস্যার কথা শুনলেন রাজ্য বার কাউন্সিলের প্রতিনিধিরা। শনিবার শিলিগুড়িতে বার কাউন্সিলের উদ্যোগে একটি আলোচনা সভায় উত্তরবঙ্গের ৩২টি বার অ্যাসোসিয়েশনের সদস্যদের ডাকা হয়। ওই সভায় বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের তরফে ভবন সহ নানা পরিকাঠামোগত সমস্যার কথা তোলা হয় বলে বার কাউন্সিল সূত্রে জানানো হয়। কয়েকটি আদালতের বিচার-এলাকা সম্প্রসারণ নিয়েও দাবি জানান বিভিন্ন জেলার আইনজীবীরা। বার কাউন্সিলের প্রতিনিধিরা সেই সমস্যাগুলি নিয়ে কলকাতা হাইকোর্টের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন। এদিনের সভায় রাজ্যের পূর্ত মন্ত্রী শঙ্কর চক্রবর্তী এবং খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী উপস্থিত ছিলেন। রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অসিতবরণ বসু বলেন, “নানা বিষয়ে আলোচনা হয়েছে। বিষয়গুলি ধাপে ধাপে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে জানানো হবে। তাঁর সঙ্গে আলোচনা হবে। সে আলোচনার সময় সংশ্লিষ্ট জেলার বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদেরও ডেকে নেওয়া হবে। বার কাউন্সিল সূত্রে দাবি করা হয়েছে, জেলার আইনজীবীদের সংস্থার সমস্যা শুনতে, জেলাতেই আলোচনা সভার উদ্যোগ এই প্রথম।

মশা মারতে নজর আলিপুরদুয়ারে

শহরে বিভিন্ন ওয়ার্ডে মশা মারার জন্য কামান দাগা শুরু করেছে পুরসভা। আলিপুরদুয়ার পুরসভার দাবি, শুক্রবার বিকেল থেকেই শহরের বিভিন্ন ওয়ার্ডে মশা মারার জন্য ধোঁয়া দেওয়ার কাজ শুরু হয়েছে। আলিপুরদুয়ার পুরসভার সিপিএমের চেয়ারম্যান অনিন্দ্য ভৌমিক বলেন, “মশা মারার তেল স্প্রে করার কাজ চলছে। যন্ত্রের সাহায্যে নর্দমায় ধোঁয়া দেওয়ার কাজ চলছে। ধোঁয়ার মেশিনের জন্য তেল কলকাতা থেকে আনাতে হয়েছে। সেই জন্য সময় লাগল।” শহরের স্বেচ্ছাসেবী সংগঠন অভিভাবক মঞ্চের সম্পাদক ল্যারি বসু বলেন, “গত ডিসম্বের থেকে রোগ সংক্রমণ চলছে। এত দিনে পুরসভা মশা মারার কাজ শুরু করল। পুরসভার উচিত ছিল আগে থেকে মশা মারার তেল মজুত রাখা।” আলিপুরদুয়ারের অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে, ১৮ জুলাই পর্যন্ত জাপানি এনসেফ্যালাইটিসে ৫ জন ও রোদের উপসর্গ নিয়ে ৩ জনের মৃতু্য হয়েছে। কালচিনি ব্লকের বেশ কিছু এলাকাতেও মশা মারার ধোঁয়া দেওয়া হবে।

প্রচার শুরু হলদিবাড়িতে

নিজস্ব সংবাদদাতা • হলদিবাড়ি

এনসেফ্যালাইটিস রুখতে সচেতনতা প্রচার শুরু হল হলদিবাড়ির গ্রামে। সম্প্রতি হলদিবাড়ি হাসপাতালেও এনসেফ্যালাইটিসের উপসর্গ নিয়েও রোগীরা ভর্তি হয়েছেন বলে জানানো হয়েছে। হলদিবাড়ি হাসপাতাল সুত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ২ জনের রক্তে সংক্রমণ মিলেছে। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। হলদিবাড়ি পঞ্চায়েত সমিতি থেকে মাইকে প্রচার শুরু হয়েছে। হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি সাহিনুর সরকার বলেন, “শনিবার প্রতিটি স্কুলের ছাত্রছাত্রীদের সচেতন করার কাজ শুরু হয়েছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধানের মাধ্যমে মশা মারার ওষুধ ছেটানোর ব্যবস্থা করা হয়েছে।” হলদিবাড়ি ব্লকের স্বাস্থ্য আধিকারিক তাপস দাস জানিয়েছেন, হলদিবাড়ি হাসপাতালে শনিবার ৬৬ জন রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা নয়।

সবাইকে ভর্তির দাবি, অধ্যক্ষকে ঘেরাও

স্নাতকস্তরে প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদনকারী সকল ছাত্র ছাত্রীকে ভর্তির দাবিতে অধ্যক্ষকে দু’ঘণ্টা ঘেরাও করে বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের সদস্যেরা। শনিবার কুমারগ্রাম ব্লকের কামাখাগুড়ি শহিদ ক্ষুদিরাম কলেজে এই ঘটনাটি ঘটেছে। আগামী বুধবার পরিচালন সমিতির বৈঠকে আলোচনা করে সমস্যা মেটানোর আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। কলেজ সূত্রে জানা গিয়েছে, স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য ২৪০০ আবেদন পত্র জমা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের নির্দেশ মেনে ১৬০৫ জনকে ভর্তি নেওয়া হয়েছে। এ মুহুর্তে পড়ুয়াদের সংখ্যা ৪৩০০। পরিকাঠামোর ঘাটতি না মিটিয়ে অবেদনকারী বাকি ৮০০ ছাত্র ছাত্রীদের ভর্তি নিলে সমস্যায় পড়তে হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক বিকাশ মল্লিক বলেন, “কলেজে ভর্তি না হতে পারলে অনেকে পড়া ছেড়ে দিতে বাধ্য হবে। আমাদের আন্দোলনের জেরে কলেজ কর্তৃপক্ষ সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ায় আমরা খুশি।” কলেজ অধ্যক্ষ আব্দুল কাদের সাফেলি জানিয়েছেন, “আমরাও চাই সকল ছাত্র ছাত্রীরা পড়ার সুযোগ পান। পরিচালন সমিতির বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

ইফতার পার্টি

উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের পাঁচ হাজার সংখ্যালঘু বাসিন্দাকে নিয়ে মহা ইফতার পার্টির আয়োজন করল জেলা যুব তৃণমূল কংগ্রেস। শনিবার বিকালে করণদিঘি ব্লকের রহটপুর হাইমাদ্রাসা স্কুল চত্বরে ওই মহা ইফতার পার্টির আয়োজন করা হয়। সেখানে জেলা যুব তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদ সদস্য গৌতম পাল, করণদিঘি ব্লক যুব তৃণমূল সভাপতি আজাদ আলির নেতৃত্বে সংগঠনের সদস্যরা সংখ্যালঘু বাসিন্দাদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিলি করেন। সংখ্যালঘু বাসিন্দাদের পাতপেড়ে মুড়ি, ঘুগনি, আম, শসা, খেজুর, কিসমিস, কাজু, মিষ্টি, বোঁদে ও লাড্ডু খাওয়ানো হয়।

বসে আঁকো

হলদিবাড়ি টাউন কমিটির প্রথম চেয়ারম্যান রমাপ্রসন্ন নিয়োগীর নবম মৃত্যু বার্ষিকীতে তাঁর বসে আঁকো প্রতিযোগিতা আয়োজিত হল। হলদিবাড়ি থানার ডাঙাপাড়ার বসিন্দারা এই প্রতিযোগিতার আয়োজন করে। শনিবার এই প্রতিযোগিতায় এলাকার বিভিন্ন স্কুলের মোট ৫৫ জন ছাত্রছাত্রী বসে আঁকো প্রতিযোগিতায় যোগ দিয়েছিল।

ঝুলন্ত দেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর

এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে গোয়ালপোখরের পাঞ্জিপাড়ার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রণক পাল (১৬)। মেঘালয়ের মহেন্দ্রগছ এলাকার ওই কিশোর দিদির বাড়িতে থাকত। প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যার বলে মনে করছে পুলিশ।

বৃষ্টিদিনে

শনিবার আলিপুরদুয়ারে। ছবি: নারায়ণ দে

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy