Advertisement
E-Paper

টুকরো খবর

কারও বয়স সাত, কারও নয়, কারও বা বারো। এমন ২৫ জন নাবালককে নিয়ে ভিন রাজ্যে পাড়ি দিতে মালদহ টাউন স্টেশনে হাজির হয়েছিল কিছু লোক। সোমবার সন্ধ্যা সাতটায় গোপন সূত্রে খবর পেয়ে জেলা শিশু সুরক্ষা সমিতি, চাইল্ড লাইন, সিডব্লিউসি এবং রেল পুলিশ একযোগে অভিযান চালিয়ে মালদহ টাউন স্টেশন থেকে ওই কচিকাঁচাদের উদ্ধার করে।

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৪ ০১:৩৭

স্টেশনে উদ্ধার ২৫ নাবালক, আটক চার

নিজস্ব সংবাদদাতা • মালদহ

কারও বয়স সাত, কারও নয়, কারও বা বারো। এমন ২৫ জন নাবালককে নিয়ে ভিন রাজ্যে পাড়ি দিতে মালদহ টাউন স্টেশনে হাজির হয়েছিল কিছু লোক। সোমবার সন্ধ্যা সাতটায় গোপন সূত্রে খবর পেয়ে জেলা শিশু সুরক্ষা সমিতি, চাইল্ড লাইন, সিডব্লিউসি এবং রেল পুলিশ একযোগে অভিযান চালিয়ে মালদহ টাউন স্টেশন থেকে ওই কচিকাঁচাদের উদ্ধার করে। রেল পুলিশকে দেখে অভিযুক্ত তিন-চার জন ব্যক্তি বাচ্চাদের ছেড়ে মালদহ টাউন স্টেশন থেকে পালিয়ে গেলেও চার জন ধরা পড়ে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই নাবালকদের বাড়ি মালদহের চাঁচল, রতুয়া, মানিকচক ও কালিয়াচকের বিভিন্ন গ্রামে। মালদহ টাউন স্টেশনের জিআরপি ইন্সপেক্টর কৃষ্ণ গোপাল দত্ত বলেন, “কাজ দেওয়ার নাম করে রাজ্যের বাইরে এই বাচ্চাগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল। বাচ্চাদের সঙ্গে তাঁদের কোনও অভিভাবক ছিল না।” রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্টেশনের ভিতরে প্লাটফর্ম থেকে ১৪ জনকে উদ্ধার করা হয়। বাকিদের উদ্ধার করা হয় স্টেশনের বাইরে থেকে। যারা নিয়ে যাচ্ছিল এমন চারজনকে আটক করা হয়েছে। জেলার সিডব্লিউসি’র চেয়ারম্যান হাসান আলি শাহ বলেন, “উদ্ধার হওয়া বাচ্চারা বলতে পারছে না তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। শুধু বলছে আমদের কলকাতায় ব্যাগ তৈরি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু কলকাতার কোথায় সেই ঠিকানা সম্পর্কে কিছুই বলতে পারছে না তারা।” জেলার চাইল্ড প্রোটেকশন অফিসার অরুণায়ন শর্মা জানান, মাঝেমধ্যেই মালদহের চাঁচল, রতুয়া, হরিশ্চন্দ্রপুর, কালিয়াচক থেকে বাচ্চাদের কাজের লোভ দেখিয়ে ভিন রাজ্যে পাচার করা হচ্ছে। এ দিন তাঁরা জানতে পারেন চাঁচল, রতুয়া, কালিয়াচক, মানিকচক থেকে বেশ কিছু বাচ্চাকে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার জন্য মালদহ টাউন স্টেশনে জড়ো করা হয়েছে। এরপরই তারা এক যোগে মালদহ টাউন স্টেশনে হানা দেন।

ক্যাম্পাসে ১৪৪ ধারা চেয়ে স্মারকলিপি টিএমসিপি-র

নিজস্ব সংবাদদাতা • কোচবিহার

কলেজ ক্যাম্পাসের দু’শো মিটারের মধ্যে ১৪৪ ধারা জারির দাবিতে জেলাশাসককে স্মারকলিপি দিল টিএমসিপি। সোমবার দুপুরে কোচবিহার বিটি অ্যান্ড ইভিনিং কলেজের সামনে থেকে মিছিল করে গিয়ে স্মারকলিপি জমা দেয় তারা। দলীয় সূত্রের খবর, টিএমসিপি-র দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোলের জেরেই একটি গোষ্ঠী এ দিন স্মারকলিপি দেয়। সম্প্রতি বিটি কলেজের ছাত্র সংসদের সম্পাদকের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে অধ্যক্ষকে অভিযোগপত্র দিয়েছিল ছাত্র সংসদের বেশ কয়েকজন সদস্য। ওই ঘটনায় তৃণমূলের জেলা যুব সভাপতি শুভজিত্‌ কুুণ্ডুর বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ তোলে অভিজিত্‌ দে ভৌমিক নামে অন্য এক নেতার অনুগামীরা। তার গোষ্ঠীর তরফেই এদিন স্মারকলিপি দেওয়া হয়। অভিজিত্‌বাবুর ঘনিষ্ঠ টিএমসিপি নেতা অরিন্দম দে বলেন, “বহিরাগত কিছু দুষ্কৃতী ক্যাম্পাসে ঢুকে গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে। তাই ওই দাবি জানিয়েছি।” শুভজিত্‌বাবু বলেন, “আমি দলের নির্দেশ মেনে কাজ করছি। আমার বিরুদ্ধে কেউ অভিযোগ তুলে থাকলে ভুল করছে।”

বিজেপি-তৃণমূল সংঘর্ষ, জখম দুই

নিজস্ব সংবাদদাতা • মালদহ

বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়ার পরই আনন্দ করছিলেন কয়েকজন বিজেপি কর্মী। তার জেরে স্থানীয় তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়। তা গড়ায় মারপিটে। রবিবার রাতে গাজলের কাটিকান্দর গ্রামের ওই ঘটনায় দু’দলের দু’জন জখম হয়েছেন। সংঘর্ষ। বিজেপি কর্মী গৌর মাহাতো মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ও তৃণমূলের রাজকুমার মাহাতো গাজল গ্রামীণ হাসপাতালে চিকিত্‌সাধীন। দু’দলই গাজল থানায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে। কেউ এখনও গ্রেফতার হয়নি। পুলিশ জানায়, অভিযুক্তদের ধরতে পুলিশ গ্রামে তল্লাশি চালাচ্ছে। বিজেপির গাজল মণ্ডলের সভাপতি ক্ষুদিরাম আর্য বলেন, “বাবুলের মন্ত্রী হওয়ার খবর পেয়ে আমাদের কর্মীরা চায়ের দোকানে বসে আনন্দ করছিল। তৃণমূলের কয়েকজন কর্মী ওদের উপর চড়াও হয়ে লাঠি, লোহার রড দিয়ে মারধর শুরু করে। গৌর মাহাতোর মাথা ফেটে গিয়েছে। পাঁচটি সেলাই পড়েছে।” তৃণমূলের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, “বাবুল সুপ্রিয় মন্ত্রী হওয়ার পর বিজেপিই আমাদের উপর হামলা চালিয়েছে। বাধা দিতে গিয়ে রাজকুমার জখম হন।”

ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর

ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। রবিবার সন্ধ্যায় গোয়ালপোখর থানার চারঘড়িয়া মোড় এলাকাতে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত শিশুর নাম মহম্মদ রেহাজ (৬)। তার বাড়ি ওই এলাকাতেই। এদিন রাতে বাবার সঙ্গে মোটরবাইকে করে যাচ্ছিল রেহাজ। গোয়ালপোখরের চারঘড়িয়া এলাকাতে রায়গঞ্জ অভিমুখী একটি ট্রাক তাদের ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাদের ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই রেহাজকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‌সকেরা। রেহাজের বাবাকে চিকিত্‌সার পরে ছেড়ে দেওয়া হয়। দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ট্রাকের চালক পলাতক।

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দিল এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ির পশ্চিম ধনতলায়। তবে মেয়েটির বাড়ি কোথায় তা জানতে পারেনি নিউ জলপাইগুড়ি ফাঁড়ির পুলিশ। এদিন সকালে ওই এলাকায় মেয়েটিকে ইতস্তত ঘোরাঘুরি এবং কান্নাকাটি করতে দেখেন এলাকার বাসিন্দারা। তাঁরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন এলাকারই এক ব্যক্তি। তারপরেই থানায় খবর দিয়ে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

মাদক নেওয়ায় ধৃত

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

মাদক নেওয়ার অভিযোগে সাতজনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে শিলিগুড়ি ভক্তিনগর এবং প্রধাননগরের দু’টি পানশালা থেকে অভিযুক্তদের ধরা হয়। পুলিশ জানায়, ওই পানশালাগুলিতে ধূমপানের আড়ালে মাদক সেবন হচ্ছিল। এই ধরনের অভিযান লাগাতার চলবে বলে জানান শিলিগুড়ি পুলিশের এসিপি (পূর্ব) তপনআলো মিত্র।

গ্রেফতার দুই দুষ্কৃতী

নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর

দুটি পৃথক ঘটনায় এলাকাতে হানা দিয়ে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে রায়গঞ্জ থানার মহারাজা ও কুমারডাঙি এলাকাতে পুলিশ তাদের ধরে। ধৃত সৌরভ মহম্মদের বাড়ি রায়গঞ্জের মহারাজা এলাকায়। তার কাছ থেকে প্রায় সাড়ে ৩ হাজার টাকার জালনোট আটক করেছে পুলিশ। অপর এক যুবকের নাম রাজু মহম্মদ। তার বাড়ি কুমারডাঙি এলাকায়। তার কাছ থেকে একটি পিস্তল মিলেছে। রায়গঞ্জ থানার আইসি গৌতম চক্রবর্তী বলেন, “অপরাধমূলক কাজ করাার জন্যই ঘুরছিল তারা। গোপন সূত্রে খবর পেয়ে দু’জনকে ধরা হয়।”

বোল্লাকালী মেলা

ছবি: অমিত মোহান্ত।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ঐতিহ্যবাহী বোল্লাকালী মেলা সোমবার শেষ হল। গত শুক্রবার রাতে বোল্লা গ্রামের মন্দিরে সাড়ে সাত হাত উঁচু কালী মূর্তির পুজো দিয়ে শুরু হয়েছিল মেলার। অসম, উত্তরপ্রদেশের মতো দূরের রাজ্য থেকেও দর্শনার্থীরা বোল্লাকালীর মেলায় সামিল হয়ে মানষ্কামনা পূরণে পুজো দিয়েছেন। রবিবার বউমেলায় মহিলাদের ঢল নেমেছিল। সোমবার বোল্লাকালীর বিসর্জন উপলক্ষে ৪০ হাজারের উপর দর্শনার্থী ভিড় করেছিলেন। প্রথা মেনে মন্দির লাগোয়া পুকুরে সন্ধ্যায় বিসর্জন হয়।

বিজেপির ডাকা বন্‌ধে সুনসান জলপাইগুড়ি শহরের দিনবাজার।
সোমবার সন্দীপ পালের তোলা ছবি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy