Advertisement
E-Paper

অভিযুক্ত পুলিশ

গত একমাসে দুটি বেসরকারি বাসের চালক ও কন্ডাক্টরকে মারধর ও বাস ভাঙচুরের অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের ডালখোলা ফাঁড়ির পুলিশকর্মীদের একাংশের বিরুদ্ধে। মঙ্গলবার জেলা বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে লিখিতভাবে ওই অভিযোগ জানানো হয়েছে জেলা পুলিশ সুপারকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৫ ০২:২৪

গত একমাসে দুটি বেসরকারি বাসের চালক ও কন্ডাক্টরকে মারধর ও বাস ভাঙচুরের অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের ডালখোলা ফাঁড়ির পুলিশকর্মীদের একাংশের বিরুদ্ধে। মঙ্গলবার জেলা বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে লিখিতভাবে ওই অভিযোগ জানানো হয়েছে জেলা পুলিশ সুপারকে। অবিলম্বে অভিযুক্ত পুলিশকর্মীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা না করা হলে জেলা জুড়ে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের ডাক দেওয়ার হুমকি দিয়েছে অ্যাসোসিয়েশন।

জেলা পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রেজা বলেন, ‘‘বাসমালিকদের অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। কোনও পুলিশকর্মীর বিরুদ্ধে মারধর ও ভাঙচুরের অভিযোগ প্রমানিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’ তবে ডালখোলা পুলিশ ফাঁড়ির ওসি দিলীপ রায়ের দাবি, ‘‘পুলিশ কোনও বাসের চালক ও কন্ডাক্টরকে মারধর ও বাস ভাঙচুর করেনি। ডালখোলা এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের গাড়ির লাইন ভেঙে বেআইনিভাবে ওভারটেক করে যানজট তৈরি করায় বাসিন্দাদের সঙ্গে ওই দুই বাসের চালক ও কন্ডাকটরদের বচসা হয়েছে।’’ অ্যাসোসিয়েশনের অভিযোগ, গত ২৫ মার্চ ডালখোলা ফাঁড়ির কর্তব্যরত ট্রাফিক পুলিশের কর্মীরা ওভারটেক করার অভিযোগে ডালখোলার লোকনাথ মন্দির এলাকায় জাতীয় সড়কে শিলিগুড়ি থেকে রায়গঞ্জগামী একটি বেসরকারি বাসকে দাঁড় করিয়ে চালককে বেধরক মারধর করেন। তার আগে গত ২০ ফেব্রুয়ারি একই অভিযোগে ডালখোলা ফাঁড়ির কর্তব্যরত ট্রাফিক পুলিশের কয়েকজন কর্মী রায়গঞ্জ থেকে শিলিগুড়িগামী আরেকটি বেসরকারি বাসের চালক ও কনডাক্টারকে গাড়ি থেকে নামিয়ে জামার কলার ধরে লাঠি দিয়ে বেধরক মারধর করে। বাসের ওয়াইপার ও জানালার একটি কাঁচও ভেঙে দেয় তারা।

দুটি ঘটনার পর থেকেই বাসকর্মীরা নিরাপত্তার অভাববোধ করছেন বলে দাবি করেন তৃণমূল প্রভাবিত আইএনটিটিইউসি অনুমোদিত জেলা মোটরকর্মী সংগঠনের সভাপতি রবিন রাহা। এদিকে জেলার বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিকের অভিযোগ, গত ২৩ ফেব্রুয়ারি সংগঠনে তরফে পুলিশ সুপারকে লিখিতভাবে অভিযোগ জানানো হলেও অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সেই কারণেই, গত ২৫ মার্চ ফের আরেকা চালককে মারধর করেছেন ট্রাফিক পুলিশের কর্মীরা।

প্লাবনবাবু বলেন, ‘‘অভিযুক্ত পুলিশকর্মীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা না করলে জেলাজুড়ে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের ডাক দেওয়া হবে।’’

Dalkhola police station bus drivers, conductors police harassment north Bengal news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy