গত দু’দিন ধরে সিকিমের বাস পরিষেবা ব্যাহত হলেও রবিবার বিকালের পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। আজ, সোমবার ইদের কথা মাথায় রেখে পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে বলে সিকিম রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এসএনটি) অফিসারেরা জানিয়েছেন। এ দিন দুপুর ২টো নাগাদ গ্যাংটক থেকে পরপর ৬টি বাস শিলিগুড়ি পৌঁছয়। অনেক পর্যটক যেমন নামেন, তেমনই নেমে আসেন স্থানীয় বাসিন্দারাও। পরে পুলিশ পাহারায় শিলিগুড়ি থেকে পাঁচটি বাস বিকেল ৫টার পরে গ্যাংটকের দিকে গিয়েছে। তবে বেশিরভাগই শালুগাড়া থেকে। বাসের পাশাপাশি সিকিম নম্বরের বেশ কিছু ছোট গাড়ি সকালে শিলিগুড়িতে আসে। তবে কোনও গাড়িই শহরে ঢোকেনি। শালুগাড়া বাজার এলাকায় চালকেরা যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দেন। শহরে মিছিলের কথা জানিয়ে শালুগাড়ার পর আর আসতে চাননি চালকেরা।
এসএনটি সহকারী জেনারেল ম্যানেজার এইচএল লামিচানে বলেন, ‘‘গ্যাংটক থেকে বাস আসে। এখানেও প্রচুর যাত্রী ভিড় করেছিলেন। পরে পুলিশ এসকর্ট দেওয়ায় আমরা বাস পাঠিয়েছি। আসা করছি, সোমবারও বাস চলবে।’’ তবে বাস চললেও যাত্রীদের ভোগান্তি কিন্তু কমছে না। বহু যাত্রী এসএনটির সামনে ভিড় করেন। কিন্তু টার্মিনাসের গেটই বন্ধ ছিল। শালুগাড়া থেকে ৪০০-৫০০ টাকা ভাড়া দিয়ে অনেকে রংপো অবধি গিয়েছেন। পুলিশ কমিশনার চেলিং সিমিক লেপচা জানান, ‘‘সবাইকে বলছি গাড়ি চালান। শুধু আগাম থানায় জানিয়ে দিন। আমরা পুলিশ এসকর্টের ব্যবস্থা করব।’’