Advertisement
১৯ মে ২০২৪

পাঁচশো-হাজারের ৯০ লক্ষ সহ গ্রেফতার

পাঁচশো এবং হাজার টাকার নোটে ঠাসা একটি সুটকেস এবং দু’টি ব্যাগ। সব মিলিয়ে ৯০ লক্ষ টাকা। নকশালবাড়ির রথখোলা মোড়ে পুলিশের তল্লাশিতে টাকা সমেত ধরা পড়েছে কিসানগঞ্জের এক ব্যবসায়ী।

ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধার হওয়া টাকা। — নিজস্ব চিত্র

ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধার হওয়া টাকা। — নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৬ ০১:৫১
Share: Save:

পাঁচশো এবং হাজার টাকার নোটে ঠাসা একটি সুটকেস এবং দু’টি ব্যাগ। সব মিলিয়ে ৯০ লক্ষ টাকা। নকশালবাড়ির রথখোলা মোড়ে পুলিশের তল্লাশিতে টাকা সমেত ধরা পড়েছে কিসানগঞ্জের এক ব্যবসায়ী। বাতিল হওয়া পাঁচশো এবং হাজার টাকার নোট ব্যাগে ভরে নেপালে নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল বলে অভিযোগ।

পুলিশ জানিয়েছে, ব্যবসায়ীকে আটক করে জেরা করা হচ্ছে। একটি সাদা রঙের বিলাসবহুল গাড়িতে করে পানিট্যাঙ্কি হয়ে মেচি সেতু পার হয়ে কাঁকরভিটায় পৌঁছে যাওয়ার মতলব ছিল তাঁর। নেপালে গিয়ে সে দেশের টাকায় বাতিল নোট বদলে নেওয়ার পরিকল্পনা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আয়কর দফতরের খবর পাঠিয়েছে পুলিশ। ওই ব্যবসায়ীকে আয়কর দফতরের অফিসাররাও জেরা করবেন। রাতেই তাকে জেরা করা হবে।

পুলিশ জানিয়েছে, আটক করা ব্যবসায়ীর নাম নির্মল অগ্রবাল। তাঁর নির্মাণ সামগ্রী সহ একাধিক ব্যবসা রয়েছে। ব্যবসায়ীর পরিবারের তরফে দাবি করা হয়েছে, মিথ্যে অভিযোগ তাঁকে আটকানো হয়েছে। তাঁদের আইনজীবীরা পুলিশ এবং আয়কর দফতরের সঙ্গে কথা বলছেন বলেও দাবি করা হয়েছে। পুলিশের অবশ্য দাবি, প্রাথমিক ভাবে এই নব্বই লক্ষ টাকার যথাযথ হিসেব দিতে পারেননি ওই ব্যবসায়ী। দার্জিলিঙের জেলা পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, ‘‘নকশালবাড়ির রথখোলা মোড় এলাকায় টাকা সমেত ওই ব্যবসায়ীকে ধরা হয়েছে। তার থেকে যথাযথ তথ্য পাওয়া যায়নি। জেরা চলছে।’’

রথখোলা মোড়ের দশ কিলোমিটারের মধ্যে নেপাল সীমান্ত। পুরোনো নোট বাতিল হওয়ার নির্দেশের পর থেকেই নেপালে টাকা পাচারের প্রবণতা শুরু হয়েছে বলে অভিযোগ। তবে নেপালের রিজার্ভ ব্যাঙ্কও ভারতের বাতিল টাকা নেবে না বলে জানিয়েছে। পুলিশের সন্দেহ নেপালে গিয়ে হাওলা বা অন্য কোনও চক্রের মাধ্যমে কালো টাকা সাদা করার চেষ্টা চলছে। সে কারণে নকশালবাড়ি এলাকা জুড়েই কড়া তল্লাশি চলছে। সন্ধের পরে নাকা তল্লাশি করে গাড়ি এমনকী সরকারি-বেসরকারি বাস থামিয়েও খোঁজ চলছে। শনিবার সন্ধেতে তেমন তল্লাশিতেই ওই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। যে বিলাসবহুল গাড়ি থেকে ব্যবসায়ী এবং টাকা আটক করা হয়েছে, সেটি তাঁর নাকি শিলিগুড়ি থেকে ভাড়া করা তাও খতিয়ে দেখছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Huge Money Arrest Businessman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE