বাংলাদেশের নাগরিকদের জন্য আবারও হোটেল ভাড়া দেওয়া বন্ধ করল শিলিগুড়ির হোটেল মালিকেরা। হোটেল মালিকদের সংগঠনের তরফে জানানো হয়েছে, জাতীয় স্বার্থেই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এতে ব্যবসায় কিছুটা ক্ষতি হতে পারে বলে মনে করছেন মালিকদের একাংশ। তবে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেছেন, ‘‘এটা হোটেল মালিকদের ব্যক্তি স্বাধীনতার বিষয়। কিছু বলার নেই।’’
হোটেল মালিকদের সংগঠনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ বলেন, ‘‘ভারতের পরিষেবা নিয়ে ভারত বিরোধীতা মানা যায় না। সেজন্য আমরা বাংলাদেশের নাগরিকদের হোটেলে না রাখার সিদ্ধান্ত নিয়েছি। সামান্য ক্ষতিতে সমস্যা হবে না।’’
বাংলাদেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির পরে গত বছর বাংলাদেশের নাগরিকদের জন্য হোটেল বন্ধ করেছিল শিলিগুড়ির হোটেল মালিকরা। মাঝে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সে দেশ থেকে আসাদের হোটেল ভাড়া দেওয়া হচ্ছিল। শিলিগুড়ি শহর এবং শহর ঘেষা এলাকায় অন্তত পাঁচ শতাধিক হোটেল রয়েছে। মালিকদের একাংশের দাবি, বাংলাদেশের নাগরিকরা চিকিৎসা এবং পড়াশোনার জন্য অনেকে শিলিগুড়িতে আসেন। তাদের অনেকে স্থানীয় হোটেলগুলিতে থাকেন। তবে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, "যে দেশে মানবিকতাকে গাছে ঝুলিয়ে হত্যাকরা হয় সে দেশের প্রশ্নে কতখানি মানবিক হতে হবে তা ভাবা দরকার।"
বাংলাদেশের নাগরিকদের আপাতত শুধু চিকিৎসা এবং পড়াশোনার ভিসা দেওয়া হচ্ছে। কয়েকদিন আগে সে দেশে দীপু দাসের হত্যকান্ডের অভিযোগ উঠেছে। প্রতিবাদে ভারতে প্রতিবাদ জানাচ্ছে হিন্দু সংগঠনগুলি। বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভে শিলিগুড়িতে ভিসা অফিস বন্ধ করে দেওয়া হয়েছে।
বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য শিলিগুড়িতে আসা এক ব্যক্তি বলেন, ‘‘হোটেল ভাড়া না দিলে অনেকটা দূরে আত্মীয়ের বাড়িতে থাকতে হবে।’’ শহরের আইন কলেজে পড়া এক ছাত্রের কথায়, ‘‘বছরের শেষে পরিবারের লোকেরা আসতে চেয়েও পারছেন না। আগামী হোটেলের সমস্যা চললে সমস্যা হবে।’’
এদিন ভারত বাংলাদেশের ফুলবাড়ি সীমান্তে বাংলাদেশের পাথরের ট্রাক আটকে বিক্ষোভ দেখায় বিজেপি। বাংলাদেশের পাথরের ট্রাকের মাথায় দাঁড়িয়ে ভারতের জাতীয় পতাকা তুলে ধরেন নেতারা। ছিলেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। বিজেপির নেতা, কর্মীরা ফিরে গেলে ট্রাকটি বাংলাদেশে ফিরেছে। রাস্তায় বসে বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা বন্ধ এবং সে দেশের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান বিজেপির নেতা কর্মীরা। অভিযোগ, এতে পাথর রফতানি কিছুক্ষণের জন্যবন্ধ থাকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)