Advertisement
১৭ এপ্রিল ২০২৪

পর্যটন নিয়ে আলোচনা

ডুয়ার্সের পর্যটন বাড়াতে আন্তর্জাতিক প্রচার চালাবার প্রস্তুতি শুরু করতে চলেছে ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ী সংগঠনগুলি। রবিবার ডুয়ার্সের লাটাগুড়ির রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সভায় ডুয়ার্সের পর্যটন সম্ভাবনা নিয়ে আলোচনায় আন্তর্জাতিক ক্ষেত্রে ডুয়ার্সকে তুলে ধরতে বিভিন্ন পর্যটন সংক্রান্ত সংগঠনগুলি ঐক্যমতে পৌছানোর পরই এ কথা ঘোষণা করা হয়।

শেষ আপডেট: ২৯ জুন ২০১৫ ০১:৩৬
Share: Save:

ডুয়ার্সের পর্যটন বাড়াতে আন্তর্জাতিক প্রচার চালাবার প্রস্তুতি শুরু করতে চলেছে ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ী সংগঠনগুলি। রবিবার ডুয়ার্সের লাটাগুড়ির রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সভায় ডুয়ার্সের পর্যটন সম্ভাবনা নিয়ে আলোচনায় আন্তর্জাতিক ক্ষেত্রে ডুয়ার্সকে তুলে ধরতে বিভিন্ন পর্যটন সংক্রান্ত সংগঠনগুলি ঐক্যমতে পৌছানোর পরই এ কথা ঘোষণা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সিকিম এবং পূর্ব ভারতের অন্যতম পর্যটন নির্ভর সংগঠন এতোয়া, ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের কর্মকর্তারা। বৈঠকের পর লাটাগুড়ি রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দিব্যেন্দু দেব বলেন, ‘‘শুধু রাজ্য বা জাতীয় স্তরে নয় আন্তর্জাতিক ক্ষেত্রে দেশ ধরে ধরে প্রচারে নামার ছক কষছি। পর্যটন ব্যবসার ধরনেও যে পরিবর্তনের দরকার তা আলোচনা করেন এতোয়ার সম্রাট সান্যাল।সম্রাট বাবুর কথায়, ‘‘দু’দশক ধরে গরুমারা নির্ভর পর্যটনই চলছে লাটাগুড়িতে। বছরে ৮০-১০০ দিনের বেশি পর্যটকদের ধরে রাখা যাচ্ছে না। ডুয়ার্স যে বন্যপ্রাণের সঙ্গে সঙ্গে চা, জনজাতি এবং স্থানীয় সংস্কৃতিরও মিশ্রণ— তা তুলে ধরে প্রচার চালানো দরকার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Campaigning tourism Dooars Darjeeling
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE