Advertisement
২৭ সেপ্টেম্বর ২০২৩

মালদহ চিটফান্ডের তদন্তে সিবিআই

অবৈধ চিটফান্ডে লগ্নি করা আমানতকারী ও বেআইনি চিটফান্ড এর মালিক নেতাদের খোঁজ চালাচ্ছে সিবিআই -এর প্রতিনিধি দল।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২০ ১৮:৫১
Share: Save:

অবৈধ চিটফান্ডে লগ্নি করা আমানতকারী ও বেআইনি চিটফান্ড এর মালিক নেতাদের খোঁজ চালাচ্ছে সিবিআই -এর প্রতিনিধি দল। এ বার তাঁরা ঘাঁটি গেড়েছেন মালদহতে।

জানা গিয়েছে, মালদহ শহরের একটি বিলাসবহুল হোটেলে গত দু’দিন থেকে সিবিআই-এর দুই তদন্তকারী অফিসার রয়েছেন। একাধিক আমানতকারী ও বেআইনি চিট ফান্ডের মালিকদের জেরা করছেন।

তেমনই ডাক পাওয়া এক আমানতকারী নৃপেনচন্দ্র দেব বলেছেন, “মালদহ শহরের রেলের এক আধিকারিক এই চিটফান্ডের সঙ্গে জড়িত ছিলেন। তাঁর আধিকারিকদের বিরুদ্ধে কয়েক বছর আগে অভিযোগ উঠেছিল। আমরা সেকথা জানিয়েছি। সিবিআই আধিকারিকরা আমাদের কাছে শহরের কোন কোন নেতা এই চিটফান্ডের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন সেই বিষয়টিও জানতে চেয়েছিলেন আমরা জানিয়েছি।’’

ইংরেজবাজার পুর এলাকার পুরাটুলির বাসিন্দা স্মৃতিকন্ঠ বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আমার প্রায় দুই লক্ষাধিক টাকার বেশি ভিজিল ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানিতে ইনভেস্ট করা ছিল। আমি সেই সময় বিষয়টি নিয়ে সিবিআই এর কাছে অভিযোগ জানাই। সিবিআই-এর পক্ষ থেকে ফোনে আমাকে এই হোটেলে ডাকা হয়। সমস্ত বিষয়টি সিবিআই আধিকারিকদের জানালাম। সমস্ত তথ্যও দিয়েছি। তবে সিবিআই এর তদন্তকারী দলের কোনও তথ্য নেই মালদা জেলা পুলিশের কাছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE