পরিত্যক্ত বাড়িতে খেলার সময়ে বোমা বিস্ফোরণে জখম হল চার বালক। বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে এই বিপত্তি। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে মালদহের কালিয়াচকের দিনুটোলা গ্রামে। জখমদের মধ্যে ১০ বছরের এক জনের আঘাত গুরুতর থাকায় তাকে কালিয়াচকের সিলামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে।
এ দিকে ঘটনার খবর পেয়ে ওই বিস্ফোরণস্থলে পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ। সেখানে আরও বোমা রয়েছে কি না তা খোঁজ করার জন্য সিআইডির বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, ‘‘একটি পরিত্যক্ত বাড়িতে একটি বোমা ফেটেছে। ঘটনাস্থল ঘিরে রেখে তদন্ত শুরু করা হয়েছে।’’
কালিয়াচক ৩ ব্লকের বীরনগর ২ পঞ্চায়েতের দিনুটোলায় দানেশ ও ফরমান শেখ নামে দুই ভাইয়ের বাড়ি রয়েছে। যদিও কয়েক বছর আগে দুই ভাই মারা গিয়েছেন। তার পর থেকে বাড়িটি পরিত্যক্ত। এ দিন বিকেল সাড়ে ৩টে নাগাদ ওই গ্রামেরই আট-দশ বছরের চার বালক সেই পরিত্যক্ত বাড়িতে খেলাধুলা করছিল। সে সময় বিকট আওয়াজে একটি বোমা বিস্ফোরণ হয়। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। তিন জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও ১০ বছরের এক বালককে কালিয়াচকের সিলামপুর হাসপাতালে ভর্তি করা হয়। বল ভেবে খেলতে গিয়েই বোমা ফেটে এই কাণ্ড ঘটেছে বলে স্থানীয়দের দাবি। পঞ্চায়েত সদস্য জাহাঙ্গির আলম বলেন, ‘‘দীর্ঘ কয়েক বছর ধরে ওই বাড়িতে কেউ থাকে না। সেখানে কী করে বোমা এল তা
পুলিশ দেখুক।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)