পোশাকি নাম, ‘চিকেন’স নেক’। প্রতিরক্ষার দিক দিয়ে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এক বিশেষ এলাকা। দেশভাগের সময় থেকে শিলিগুড়িকে ঘিরে তৈরি হওয়া ‘চিকেন’স চেক’ এখন চর্চায়। সম্প্রতি, এই গোটা এলাকায় বাড়তে থাকা চিনের নজরদারি এবং ভূমিকায় সন্দিহান নয়াদিল্লি। তাই চলছে নানা ব্যবস্থাও।
সেনা সূত্রে খবর, এত দিন চিকেনস নেক ঘিরে সিকিম লাগোয়া চিন সীমান্ত ছিল নজরদারির মূল কেন্দ্র। এ বার তাতে যোগ হয়েছে বাংলাদেশ এবং ভুটান সীমান্তও। বাদ রাখা হয়নি নেপালকেও। গোয়েন্দারা জানাচ্ছেন, গত মার্চ মাসে চিন সফরে গিয়েছিলেন বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত সরকারের প্রধান মহম্মদ ইউনূস। তিনি ইঙ্গিত দিয়েছেন, বাংলাদেশকে ঘিরে চিন অর্থনীতির সম্প্রসারণের ভূমিকা রাখতে পারে। ওই মন্তব্যের পরে স্পর্শকাতর হিসাবে বিবেচিত হচ্ছে উত্তর-পূর্ব ভারত এবং তার সঙ্গে জুড়ে থাকা চিকেন’স নেক।
কৌশলগত ভাবে বাংলাদেশের বক্তব্য আদতে সীমান্ত নজরদারি বাড়িয়ে দিয়েছে। চিকেন’স নেকের এক পাশে রয়েছে ভুটান। যা উত্তরবঙ্গের ডুয়ার্সের খুব কাছেই। ভুটানের মধ্যে দিয়েও শিলিগুড়ি করিডর বা চিকেন’স নেক-এ দ্রুত পৌঁছনো সম্ভব। ভারতীয় সেনা ভুটানের কাছে থাকলেও সীমান্তে চিনের সেনার উপস্থিতি বেড়েছে। তেমনই, নেপালে চিনের কৌশলগত কিছু কাজকর্মও উদ্বেগ বাড়িয়েছে বিদেশ মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রকের।
সেনা আধিকারিকেরা জানাচ্ছেন, চিন, নেপাল, ভুটান এবং বাংলাদেশ সীমান্ত ঘেরা শিলিগুড়ির চিকেন’স নেক। আর এই সব দেশ ঘিরেই ‘চিনের ছায়া’ সামরিক ক্ষেত্রে দেখা যাচ্ছে। কিছু ক্ষেত্রে তা প্রকটও হয়েছে। কিছু ক্ষেত্রে তা ধীরে ধীরে দেখা যাচ্ছে। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে চিকেন’স নেকের মাধ্যমে জড়িয়ে থাকা উত্তর-পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা অনেক বছরের। আর সেখানেই চিকেন’স নেক রক্ষা করে ভারতের সার্বভৌমত্ব বজায় রাখার লড়াই চলছে।
সেনা বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, ভারত-ভুটান-চিনের সীমান্ত মিশেছে তিব্বতের চুম্বি উপত্যকার খুব কাছে। সিকিমের কুপুপের কাছে চিনা সেনার ঘাঁটি রয়েছে। শিলিগুড়ি করিডর হয়ে ডুয়ার্সের নাগরাকাটা আকাশপথে মোটামুটি ৪৫-৫০ কিলোমিটার। সেই দূরত্ব কমাতেই চিনের সেনা বরাবর ডোকলাম কবজা করতে চায়। কারণ, ডোকলাম থেকে ডুয়ার্সের নাগরাকাটার আকাশপথে দূরত্ব মেরেকেটে ২৫ কিলোমিটার।
কয়েক বছর ধরে চিনের আগ্রাসনের জবাব ভারতীয় সেনা দেওয়ায় ডোকলামে আপাতত স্থিতাবস্থা চলছে। তাই নতুন ভাবে ভুটানের হা জেলার মধ্যেই অন্য রাস্তা খুঁজছে চিন। যাতে ভুটানের মধ্যে দিয়ে শিলিগুড়ি করিডরের খুব কাছে ঘাঁটি তৈরি সম্ভব হয়। আর এর বিকল্প হিসেবে রাখা হচ্ছে বাংলাদেশকেও। এমনই অনুমান সেনা অফিসারদের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)