Advertisement
২৫ এপ্রিল ২০২৪

অস্বাভাবিক মৃত্যু এজেন্টের

অস্বাভাবিক মৃত্যু হল একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থার এক এজেন্টের। বুধবার সকালে বাড়ির রান্নাঘর থেকে ওই এজেন্টের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার শহরের ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণকালীতলা এলাকায়।

নিজস্ব সংবাদদাত
মালদহ শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৫ ০২:২৫
Share: Save:

অস্বাভাবিক মৃত্যু হল একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থার এক এজেন্টের। বুধবার সকালে বাড়ির রান্নাঘর থেকে ওই এজেন্টের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার শহরের ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণকালীতলা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিকাশ পাল(৩৫)। তিনি এক দশক ধরে বিভিন্ন সংস্থায় এজেন্টের কাজ করতেন। এদিনই সকালে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। মালদহের পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আত্মহত্যার কারণ এখনও জানা যায় নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’

পরিবার সূত্রে জানা গিয়েছে, বিকাশবাবু দশ বছর ধরে এজেন্টের কাজ করছেন। প্রথমে এলআইসি-র এজেন্ট ছিলেন। বছর সাতেক আগে অর্থ লগ্নি সংস্থা রোজ ভ্যালির এজেন্ট হিসেবেও যোগ দিয়েছিলেন। এই সংস্থার হয়ে বাজার থেকে প্রচুর টাকাও তুলেছিলেন বলে দাবি পরিবারের। বিকাশবাবুর দুই ভাই এবং ছয় বোন। তাঁর বাবা হরশঙ্কর পাল পেশায় শঙ্খ ব্যবসায়ী। ইংরেজবাজার শহরেই তাঁদের শঙ্খের দোকান রয়েছে। হরশঙ্কর বাবুর বড়ো ছেলে বিপ্লবও শঙ্খের ব্যবসা করেন। বিকাশবাবু প্রথম দিকে পারিবারিক ব্যবসায় যোগ দিলেও পরে পেশা বদলান। তাঁর এক ছেলে রয়েছে। সে অষ্টম শ্রেণির ছাত্র। স্বামীর আত্মহত্যার ঘটনা ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী নিলীপাদেবী। তিনি বলেন, ‘‘মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। এমন কাজ করবেন তা কখনও ভাবতেই পারিনি।’’ পৈত্রিক বাড়ির নিচ তলায় স্ত্রী ও ছেলেকে নিয়ে থাকতেন বিকাশবাবু। এদিন সকাল সাতটা নাগাদ বাড়ির লোকেরা রান্নাঘরে বিকাশবাবুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান মানসিক অবসাদেই আত্মহত্যা করে থাকতে পারেন তিনি। হরশঙ্করবাবু বলেন, ‘‘খুব কষ্ট করে ছেলেমেয়েদের মানুষ করেছিলাম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Malda Chit fund suicide englishbazar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE