Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মালদহ মেডিক্যালে রক্ষীদের সঙ্গে বিবাদ

মহিলা বিভাগে ঢুকতে বাধা দেওয়া রোগীর আত্মীয়দের সঙ্গে কর্তব্যরত দুই নিরাপত্তারক্ষীর হাতাহাতি হয়েছে বলে অভিযোগ। সোমবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। হাতাহাতির ঘটনায় এক মহিলা অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ২৩ জুন ২০১৫ ০১:৩৪
Share: Save:

মহিলা বিভাগে ঢুকতে বাধা দেওয়া রোগীর আত্মীয়দের সঙ্গে কর্তব্যরত দুই নিরাপত্তারক্ষীর হাতাহাতি হয়েছে বলে অভিযোগ। সোমবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। হাতাহাতির ঘটনায় এক মহিলা অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ। পরে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশ এক মহিলা এবং এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। একই সঙ্গে নিরাপত্তারক্ষীরা নিজেদের নিরাপত্তার দাবিতে কিছু ক্ষণের জন্য কাজ বন্ধ করে দেন। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর দুই ঘন্টা পরে ফের কাজ শুরু করেন তাঁরা। এই বিষয়ে মেডিক্যাল কলেজ ও হাসাপাতালের ডেপুটি সুপার জ্যোতিষচন্দ্র দাস বলেন, ‘‘মহিলা বিভাগে কিছু পুরুষ। জোর করে ঢুকতে যায়।আমাদের নিরাপত্তারক্ষীরা বাধা দিলে তাঁদের উপরে চড়াও হয় রোগীর আত্মীয়পরিজনেরা। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি। আর রোগীর আত্মীয়দের তরফ থেকে আমার কাছে কোনও অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।’’ রাজ্যের মন্ত্রী তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, ‘‘ঘটনাটি আমি শুনেছি। পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে। হাসপাতালের মধ্যে এমন ঘটনা কখনও বরদাস্থ করা হবে না।’’

যুবক গ্রেফতার। বিয়ের কথা দিয়ে সহবাসের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে ইসলামপুর থানার বড়কালিবাড়ি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃত ওই যুবকের নাম খুবলাল গুপ্ত। তার বাড়ি ওই এলাকাতেই। পুলিশ সূত্রে খবর, ইসলামপুর থানার তিনপুলের বাসিন্দা এক তরুণীকে বিয়ের কথা বলে সহবাস করে বলে অভিযোগ। পরে বিয়ে করতে অস্বীকার ইসলামপুর থানাতে লিখিত অভিযোগ হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE