Advertisement
E-Paper

মন্ত্রীদের কাছে গুরুঙ্গঘনিষ্ঠ

 ডুয়ার্সের মঞ্চ থেকে যে দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর গলায় বললেন, পাহাড় শান্ত, সেই দিনই বিমল গুরুঙ্গপন্থী নেতা হেমন্ত গৌতম ঝুঁকলেন আলোচনাপন্থীদের দিকে। বিনয় তামাঙ্গ, অনীত থাপাদের উপস্থিতিতে তিনি এ দিন পূর্ত দফতরের বাংলোয় বসে বৈঠক করলেন অরূপ বিশ্বাস, গৌতম দেবদের মতো রাজ্যের মন্ত্রীদের সঙ্গে।

কিশোর সাহা ও সৌমিত্র কুণ্ডু

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৮ ০২:৪৩

ডুয়ার্সের মঞ্চ থেকে যে দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর গলায় বললেন, পাহাড় শান্ত, সেই দিনই বিমল গুরুঙ্গপন্থী নেতা হেমন্ত গৌতম ঝুঁকলেন আলোচনাপন্থীদের দিকে। বিনয় তামাঙ্গ, অনীত থাপাদের উপস্থিতিতে তিনি এ দিন পূর্ত দফতরের বাংলোয় বসে বৈঠক করলেন অরূপ বিশ্বাস, গৌতম দেবদের মতো রাজ্যের মন্ত্রীদের সঙ্গে।

হেমন্তের বিরুদ্ধে মোট ১৪টি মামলা রয়েছে। সেই তালিকায় যেমন রয়েছে দার্জিলিঙের ভানুভবনে ক্যাবিনেট বৈঠক চলার সময় গোলমাল পাকানো, বিমল গুরুঙ্গের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার মামলা সংক্রান্ত মামলা, তেমনই সমতলে গৌতম দেবের উপর হামলার চেষ্টার মামলাতেও তাঁর নাম জড়িয়ে আছে। সেই গৌতম দেবের সঙ্গেই এ দিন বৈঠক করেন তিনি। অনেকেই বলছেন, এই সব মামলা থেকে বাঁচতেই সমতলের ওই মোর্চা নেতা বিনয়-অনিত শিবিরে আসছেন। তবে এর ফলে যে পাহাড়ে বিমলের জোর আরও কমবে এবং শান্তি ও উন্নয়নের পথ প্রশস্ত হবে, সেই দাবি করছেন আলোচনাপন্থীরা।

সোমবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে উত্তরবঙ্গ উৎসবের সূচনা করার সময়ে মমতা বলেছিলেন, ‘‘পাহাড় ভাল থাকলে পর্যটকরা আসবেন।’’ একই সঙ্গে জিটিএ-কে যে তাঁরা ঢালাও সাহায্য দিচ্ছেন, তা-ও জানিয়েছিলেন। মঞ্চে ডেকে নিয়েছিলেন বিনয়-অনীত থেকে থেকে শুরু করে মন ঘিসিঙ্গ এবং উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানদের। তার পরে এ দিন আলিপুরদুয়ারের উত্তর পারোকাটা মাঠ থেকে পর্যটকদের অভয় দিয়ে তিনি বলেন, ‘‘দার্জিলিঙে এখন অনেক পর্যটক আসছেন। তরাই-ডুয়ার্সেও অনেকে আসছেন। আপনারা সকলকে অপ্যায়ন করুন।’’

এই দিনই রাজ্যের মন্ত্রীদের সঙ্গে হেমন্তের বৈঠককে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সেই বৈঠকে মন্ত্রীরা, বিনয়-অনিত ছাড়াও তৃণমূল সাংসদ শান্তা ছেত্রী, মিরিক পুরসভার চেয়ারম্যান লালবাহাদুর রাইরাও হাজির ছিলেন। অরূপবাবু অবশ্য বলেন, ‘‘এ দিন বিশেষ কিছু আলোচনা হয়নি।’’ কেন মন্ত্রী, বিনয়দের সঙ্গে দেখা করতে এসেছিলেন হেমন্ত? তাঁর জবাব, ‘‘মন্ত্রীদের কিছু বিষয় জানানোর ছিল। আর আমি তো মোর্চাতেই আছি। তাই বিনয়দের সঙ্গে দেখা করতে অসুবিধা কোথায়?’’ অনীত বলেন, ‘‘হেমন্ত আমাদের সঙ্গেই রয়েছে। তবে ওর বিরুদ্ধে নানা মামলা রয়েছে। তা নিয়ে সমস্যাও রয়েছে।’’

ডি কে প্রধান, তিলক চাঁদ রোকা, পি টি ওলার মতো মোর্চার অনেক নেতাই এখন জেলে। তাঁদের নামে বিভিন্ন মামলা রয়েছে। অনীত জানান, আইনি বিষয়। তবে ধীরে ধীরে তাঁরা মুক্তি পাবেন। ওই সমস্ত মামলা প্রত্যাহারের জন্য কি রাজ্যকে অনুরোধ করবেন তাঁরা? অনীত বলেন, ‘‘আমরা তো বারবার অনুরোধ করছি।’’ অরূপবাবু অবশ্য বলেন, ‘‘মামলা প্রত্যাহার নিয়ে কোনও আলোচনা হয়নি।’’

Hemant Gautam Bimal Gurung Binay Tamang Anit Thapa Mamata Banerjee বিমল গুরুঙ্গ হেমন্ত গৌতম বিনয় তামাঙ্গ অনীত থাপা
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy