Advertisement
২৬ এপ্রিল ২০২৪

পরীক্ষা দিতে গিয়ে খোঁজ নেই কলেজ ছাত্রের

পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হলেন মালদহ কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্র। বৃহস্পতিবার দুপুরে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিখোঁজ ছাত্রের পরিবার।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ০৩ জুন ২০১৬ ০১:৫৫
Share: Save:

পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হলেন মালদহ কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্র। বৃহস্পতিবার দুপুরে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিখোঁজ ছাত্রের পরিবার। পরীক্ষা দিতে বেড়িয়ে ওই ছাত্র নিখোঁজ হয়ে যাওয়ায় উদ্বিগ্ন কলেজ কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, নিখোঁজ ছাত্রের নাম মনিরুল হক। তাঁর বাড়ি পুকুরিয়া থানার সম্বলপুরের হরিপুর গ্রামে। ইংরেজবাজার শহরের বিবিগ্রামের একটি মেসে থাকত ছাত্রটি। দিন মজুর পরিবারের ছেলে নিখোঁজ হয়ে যাওয়ায় রহস্য দানা বেধেছে। মালদহের পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। নিখোঁজ ছাত্রের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

মালদহের পুকুরিয়া থানার সম্বলপুর গ্রামপঞ্চায়েতের হরিপুর গ্রামে পেশায় দিনমজুর মুকলেশুর রহমান বসবাস করেন। তাঁর সাত ছেলে মেয়ের মধ্যে মনিরুলই ছোট। মনিরুল মালদহ কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। দু’বছর ধরে তিনি ইংরেজবাজার শহরের বিবিগ্রামের একটি মেস থাকেন।

গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষা। কলেজ সূত্রে জানা গিয়েছে, মালদহ কলেজের স্নাতক স্তরের পরীক্ষার্থীদের সিট পড়েছে হোলি চাইল্ড ইংলিশ অ্যাকাডেমিতে। আর সাধারণ বিভাগের পড়ুয়াদের সিট পড়েছে গৌড় কলেজে। গত, বুধবার ছিল গণিতের দ্বিতীয় পত্রের পরীক্ষা। কলেজ সূত্রে জানা গিয়েছে, গণিতের প্রথম ভাষায় পরীক্ষা দিয়েছিলেন মনিরুল। তবে দ্বিতীয় ভাষার পরীক্ষায় গড়হাজির ছিলেন তিনি।

জানা গিয়েছে, দশটা থেকে পরীক্ষা থাকায় সকাল ন’টা নাগাদ মেস থেকে বের হয়েছিলেন মনিরুল। তবে পরীক্ষা দিতে যাননি। ওইদিনই রাতে বাড়িতে ফোন করেন মনিরুল। জানান তাকে একটি বাগানের মধ্যে আটকে রাখা হয়েছে। তাঁর সঙ্গে আরও অনেককেই আটকে রাখা হয়েছে। পরে বাড়িতে মোবাইল ফোনে মেসেজও করেছেন। মেসেজে লেখা রয়েছে তাঁকে একটি জঙ্গলের মধ্যে আটকে রাখা হয়েছে। আর মাটির তলায় ঘর রয়েছে। আর সমস্যা থাকায় পরিবারের লোকেদের ফোন করতে নিষেধ করা হয়েছে। এমন বার্তা পাওয়ার পরই উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের লোকেরা।

তাই এ দিন দুপুরে ইংরেজবাজার থানায় মনিরুলের মা সোনাভাব বিবি এবং বাবা মুকলেশুর রহমান সহ আত্মীয় স্বজনেরা হাজির হন। একই সঙ্গে লিখিত ভাবেও অভিযোগ দায়ের করেন তাঁরা। তাঁদের আশঙ্কা কেউ বা কারা মনিরুলকে অপহরণ করে থাকতে পারে। মনিরুলের মা সোনাভান বিবি বলেন, ‘‘আমার ছেলে খুবই ভালো। আমরা খুব কষ্ট করে তাঁকে পড়াচ্ছি। হঠাৎ করে কি ভাবে এমন হল আমরা বুঝতে পারছি না। আর ছেলের ফোনে যেভাবে তার বিপদের কথা জানিয়েছে তাতে আমাদের খুবই ভয় হচ্ছে।’’

মালদহ কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক আবু তালেহা বলেন, ‘‘খুবই নিরীহ ছেলে। পড়াশোনাতেও খুব ভাল। এমন ছাত্রের নিখোঁজের বিষয় খুবই রহস্যের। তাই আমরা পুলিশের কাছে তাকে দ্রুত উদ্ধারের দাবি করেছি।’’ মালদহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন কুমার মণ্ডল বলেন, ‘‘ঘটনাটি খুবই উদ্বেগের। পুলিশকে পুরো ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Collage Student Exam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE