Advertisement
১৯ মে ২০২৪

দ্বন্দ্বের জের, বন্ধের মুখে কারখানা

আবার আইএনটিটিইউসি-র ‘দাদাগিরি’! যার জেরে আবারও বন্ধের মুখে জলপাইগুড়ির আরও একটি কারখানা৷ এ বারও ঘটনা সেই জলপাইগুড়ির রাজগঞ্জে৷ যেখানে কিছুদিন আগেই তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউ সি-র গোষ্ঠীদ্বন্দ্বের জেরে একটি সিমেন্ট কারখানা বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ ওঠে৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৬ ০১:৫২
Share: Save:

আবার আইএনটিটিইউসি-র ‘দাদাগিরি’! যার জেরে আবারও বন্ধের মুখে জলপাইগুড়ির আরও একটি কারখানা৷

এ বারও ঘটনা সেই জলপাইগুড়ির রাজগঞ্জে৷ যেখানে কিছুদিন আগেই তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউ সি-র গোষ্ঠীদ্বন্দ্বের জেরে একটি সিমেন্ট কারখানা বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ ওঠে৷ তবে শ্রম দফতরের হস্তক্ষেপে দিন কয়েক আগে অবশ্য সেটি খুলেছে৷ কিন্তু তার রেশ কাটতে না কাটতেই এ বার গোলমাল ওই এলাকারই একটি সার কারখানায়৷ আর এবারও কাঠগড়ায় তৃণমূলেরই শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি৷

রাজগঞ্জের পানকাওড়ি মোড় এলাকার ওই সার কারখানায় জনা ষাট শ্রমিকের পাওনা নিয়ে বিবাদের সূত্রপাত। কারখানার ম্যানেজার সন্তোষকুমার মোহান্তির অভিযোগ, “আইএনটিটিইউসি সমর্থক ওই ষাটজন অস্থায়ী শ্রমিক হিসাবেই কাজ করতো৷ কিন্তু ঠিকাদারদের অধীন হওয়ার পর থেকেই কাজ নিয়ে সমস্যা করছে বা মজুরি নিতে অস্বীকার করছে৷’’

আর এই বিরোধের মধ্যেই মঙ্গলবার বিকেলে আচমকাই ঠিকা শ্রমিকরা ঠিকাদার সংস্থার তিনজনকে ঘরে আটকে রেখে মারধর করে বলে অভিযোগ৷ যদিও এলাকার আইএনটিটিইউসি নেতা তপন দে এই অভিযোগ খারিজ করে দিয়ে পাল্টা অভিযোগ করেন, ‘‘ঠিকাদাররা শ্রমিকদের বকেয়া মেটাচ্ছে না - এই অভিযোগে এদিনের গোলমালের সূত্রপাত৷ দুইপক্ষের হাতাহাতি হয়েছে বলে শুনেছি৷ঠিকাদারদের একজন ও আমাদের একজন জখম হয়েছেন৷’’

সন্তোষবাবু জানিয়েছেন, ‘‘কারখানা চালাবো কি না তা নিয়ে বৈঠক শুরু হয়েছে৷ জীবন দিনে কারখানা চালানো আমাদের পক্ষে সম্ভব নয়৷’’ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Conflict
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE