করোনার সারি হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অস্থায়ী বাসস্থান চিলাপাতা রিসর্টে কাজ করেন তাঁরা। অভিযোগ, ওই প্রায় দিনই বাড়ি ফিরতে গিয়ে তাঁরা বাধার মুখে পড়ছেন। এমনকি, পরিস্থিতির চাপে বাধ্য হয়ে ওই কর্মীদের কেউ কেউ বাড়ি ফেরাই বন্ধ করে দিয়েছেন।
সম্প্রতি তপসিখাতার আয়ুষ হাসপাতালকে করোনার সারি হাসপাতাল হিসাবে চালু করা হয়। এখানকার ২৮০ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অস্থায়ী ভাবে থাকার জন্য চিলাপাতার চারটি রিসর্ট নেয় প্রশাসন। কিন্তু ওই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের তাঁদের এলাকায় থাকতে দেওয়া হবে না বলে জানিয়ে রিসর্টগুলোতে তালা ঝুলিয়ে দেন এলাকার গ্রামবাসীরা। পরে তাদের বুঝিয়ে চিকিত্সকদের থাকার ব্যবস্থা হলেও রিসর্টগুলো থেকে রাঁধুনীরা পালিয়ে যেতে শুরু করেন। এখন রিসর্টগুলিতে প্রায় চল্লিশজন কাজ করেন। যাঁদের অনেকের বাড়ি আশপাশের এলাকাতেই। অভিযোগ, ওই রিসর্টে কাজ করায় অনেকেই এখন বাড়ি ফিরতে সমস্যার মুখে পড়ছেন।
চিলাপাতার ওই রিসর্টগুলোর একটির মালিক গণেশকুমার শা বলেন, “বারবার বাসিন্দাদের বাধার মুখে পড়ে আমার রিসর্টের এক কর্মী বাড়ি ফেরাই বন্ধ করে দিয়েছেন। একই কারণে আমার রিসর্টে সাফাইকর্মী আসাও বন্ধ করে দিয়েছেন। ফলে আমার এখানে থাকা স্বাস্থ্যকর্মীদের নিজেদেরকেই ঝাড়ু দিয়ে ঘর সাফাই করতে হচ্ছে।”