Advertisement
০৬ মে ২০২৪

শুয়োর ধরতে র‌্যাফও চান কাউন্সিলররা

জলপাইগুড়ি পুরসভার শুয়োর ও প্লাস্টিক উচ্ছেদ অভিযান কমিটির তরফে ডান-বাম কাউন্সিলররা একত্রিত হয়ে এ দিন জেলার পুলিশ সুপারের সঙ্গে দেখা করে এই আর্জি জানান৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৭ ০৮:৫০
Share: Save:

এ যেন মশা মারতে কামান দাগা! আর সাধারণ পুলিশ কর্মী নয়৷ জলপাইগুড়ি শহরকে শুয়োরমুক্ত করতে জেলা পুলিশের কাছ থেকে এবার একেবারে র‌্যাফ ও কমবাট ফোর্স চাইল পুরসভা৷

জলপাইগুড়ি পুরসভার শুয়োর ও প্লাস্টিক উচ্ছেদ অভিযান কমিটির তরফে ডান-বাম কাউন্সিলররা একত্রিত হয়ে এ দিন জেলার পুলিশ সুপারের সঙ্গে দেখা করে এই আর্জি জানান৷ পুলিশ সুপার তাদের আর্জিটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন৷ গত জুন মাসে জলপাইগুড়ি শহরে প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার নিষিদ্ধ ও শহরকে শুয়োরমুক্ত করার ব্যাপারে সিদ্ধান্ত নেয় পুরসভা৷ সেই অনুযায়ী প্রায় দশ-পনেরোদিন প্রচার চালানোর পর জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ দুটি ক্ষেত্রেই অভিযান শুরু করেন পুরকর্মীরা৷ পুরসভা সূত্রে খবর, অভিযানে এখন পর্যন্ত জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকা থেকে তারা প্রায় ৬৫টি শুয়োর ধরতে সক্ষম হয়েছেন৷ কিন্তু শহরের বেশিরভাগ জায়গাতেই এখনও শুয়োর রয়ে গিয়েছে৷ ফলে অভিযান নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে৷

জলপাইগুড়ির পুরকর্তারা কিন্তু গোটা পরিস্থিতির জন্য পরোক্ষভাবে পুলিশ-প্রশাসনকেও দায়ী করেছেন৷ পাশাপাশি পুলিশ সুপারের সঙ্গে দেখা করে এ দিন অভিযানের সময় র‌্যাফ ও কমবাট ফোর্সেরও দাবি তুলেছেন তাঁরা৷ পুরসভার শুয়োর ও প্লাস্টিক উচ্ছেদ অভিযান কমিটির আহ্বায়ক সৈকত চট্টোপাধ্যায় বলেন, ‘‘জলপাইগুড়ি জেলা হাসপাতাল চত্বর, কিছু বস্তি এলাকায় শুয়োর ধরার অভিযানে গিয়ে রীতিমত শুয়োর পালনকারীদের প্রতিরোধের মুখে পড়তে হয়েছে পুরকর্মীদের৷ কোথাও কোথাও অস্ত্র দেখিয়েও পুরকর্মীদের ভয় দেখানো হয়েছে৷ অথচ, কোতোয়ালি থানার তরফে অভিযানের সময় একজন পুলিশ অফিসারের নেতৃত্বে কয়েকজন মাত্র সিভিক ভলান্টিয়ারকে পাঠিয়ে দেওয়া হচ্ছে।’’

সৈকতবাবুর দাবি, হাসপাতাল, ওই সব বস্তিগুলিতে অভিযানের জন্য এই বাহিনী যথেষ্ট নয়৷ সেজন্যই সেখানে অভিযান চালানো যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি৷ তাঁর কথায়, ‘‘আমরা তাই অভিযানের সময় পুলিশ সুপারকে র‌্যাফ ও কমবাট ফোর্স দিতে বলেছি৷’’ জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, ‘‘এ দিন পুরসভার কাউন্সিলাররা শুয়োর ধরা নিয়ে কিছু আর্জি জানিয়েছেন৷ আমরা বিষয়টি খতিয়ে দেখছি৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE