গ্রামের অদূরে নিমগাছে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদহের চাঁচলে। বৃহস্পতিবার সকালে ধানগারা গ্রাম পঞ্চায়েতের রণঘাট এলাকায় ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় চাঁচোল থানার পুলিশ। দেহ দু’টি পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
প্রাথমিক ভাবে এই ঘটনাকে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক সইফুদ্দিন রহমান রণঘাটের বাসিন্দা। বয়স ২২ বছর। মৃত কিশোরীর নাম নাইমা খাতুন ১৩ বছর। স্থানীয় সূত্রের খবর, নিমগাছের ডালে বাঁধা একই ওড়না থেকে তাঁদের দু’জনের দেহ ঝুলছিল।
আরও পড়ুন:
সইফুদ্দিনের আত্মীয় আরিফুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি ঝুলন্ত দেহ দু’টি দেখতে পান। সইফুদ্দিন বিবাহিত ছিলেন। তিনি প্রায়ই বাইরে কাজের সন্ধানে যেতেন। নাইমার বাড়ি স্থানীয় খেমপুর অঞ্চলের পরাণপুর গ্রামে। তার দিদি ফিরদৌসী বৃহস্পতিবার বলেন, ‘‘আমার বোনের শরীরে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। ওকে খুন করা হয়েছে।’’